New power plants in Bengal: রাজ্যে তৈরি হবে আরও ৫ টি নতুন বিদ্যুৎকেন্দ্র, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

এবছর রাজ্যে বিদ্যুতের ব্যাপক সমস্যা দেখা দিয়েছিল। তীব্র গরমে ঘন ঘন লোডশেডিংয়ে জেরবার হয়েছিল রাজ্যের একাধিক এলাকা। এমনকী পুজোর আগে পর্যন্ত বিভিন্ন জেলায় লোডশেডিংয়ের সমস্যা দেখা গিয়েছিল। এই অবস্থায় রাজ্যে বিদ্যুৎ ঘাটতি মেটানোর উপর জোর দিচ্ছে সরকার। বিদ্যুৎতের সমস্যা মেটাতে আরও ৪-৫টি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: দেউলিয়া অনিল আম্বানি পরিচালিত বিদ্যুৎকেন্দ্র, আদানি ঝাঁপাচ্ছেন নিলাম জিততে

স্পেন সফরে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর টানা ৫০ দিন বিশ্রামে থাকার পর বুধবার নবান্নে যান মুখ্যমন্ত্রী। সেখানে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, যে বিদ্যুৎ কেন্দ্রগুলি তৈরি করা হবে তার মধ্যে কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করা হবে। এছাড়া কয়েকটি রাজ্য সরকার নিজেই তৈরি করবে। এর পাশাপাশি রাজ্যে যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলি রয়েছে সেগুলি বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও আধুনিক করার উপর জোর দেওয়া হচ্ছে। তার জন্য ইতিমধ্যে কাজও শুরু হয়ে গিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলি আধুনিকীকরণের জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করা হয়েছে। মূলত আগামী দিনে যাতে রাজ্যে বিদ্যুতের কোনও সমস্যা না হয়, সেই কথা মাথায় রেখেই বিদ্যুৎকেন্দ্রগুলির আধুনিকীকরণ করা হচ্ছে এবং নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত হয়েছে।

অন্যান্য রাজ্যে বিদ্যুতের সমস্যার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী এদিন জানান, বিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য আগে থেকে কয়লা জোগাড় করে রাখা হয়। সেই কারণে অন্যান্য রাজ্যে বিদ্যুৎ সঙ্কট দেখা দিলেও এ রাজ্যে সেরকম বিদ্যুৎ সঙ্কট দেখা দেয়নি। এর জন্য বিদ্যুৎ দফতরের প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এবছর বিদ্যুৎ দফতর থেকে রাজ্য সরকারের ২০০ কোটি টাকা আয় হয়েছে।

এর পাশাপাশি এদিন কয়লা সমস্যা নিয়েও কেন্দ্রকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া, ১০০ দিনের টাকা বকেয়া নিয়ে এদিনও কেন্দ্র সরকারকে আক্রমণ করতে ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এর আগে দিল্লিতে বকেয়া আদায়ের জন্য আন্দোলন হয়েছে। গরিব মানুষরা কাজ করেও টাকা পাচ্ছেন না। কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার সময় দিচ্ছেন। কিন্তু, দেখা করছেন না। এই অবস্থায় বকেয়া আদায়ে আগামী ১৬ নভেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।