Swasthya Sathi Card Rule Changed: স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বেসরকারি হাসপাতালে হবে না হাড়ের অপারেশন, ছাড় কাদের?

স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচারের নিয়ম পরিবর্তন করা হল। রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের একটি নির্দেশিকায় জানানো হয়েছে, কয়েকটি বিশেষ ক্ষেত্র ছাড়া স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার করা যাবে না। তবে সমস্ত সরকারি হাসপাতালে সেই সুযোগ মিলবে। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার করা যাবে। সেখানে নিয়মের কোনও হেরফের হচ্ছে না। শুধুমাত্র বেসরকারি হাসপাতালের ক্ষেত্রেই কিছুটা সংশোধন করা হল নিয়ম।

কারা কারা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার করতে পারবেন? রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকা অনুযায়ী, যাঁরা দুর্ঘটনায় আহত হয়েছেন এবং হাড়ের অস্ত্রোপচার করতে হবে, তাঁরা সেই নয়া নিয়ম থেকে ছাড় পাবেন। অর্থাৎ তাঁরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার করার সুযোগ পাবেন বলে স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকায় জানানো হয়েছে। যে নির্দেশিকা ইতিমধ্যে রাজ্যের সব জেলায় পাঠিয়ে দিয়েছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন: Mamata Banerjee on SSKM treatment: ভুল চিকিৎসায় পায়ে সেপটিক হয়ে গিয়েছিল, SSKM-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

এমনিতে স্বাস্থ্য দফতরের যে নির্দেশিকা চালু করা হয়েছে, তা আগেই মুর্শিদাবাদ ও মালদায় পরীক্ষামূলকভাবে চলছিল। কেন পরীক্ষামূলকভাবে সেই প্রক্রিয়া চালু করা হয়েছে, তা নিয়ে রাজ্যের তরফে যুক্তি দর্শানো হয়েছিল যে মুর্শিদবাদ এবং মালদায় সরকারি হাসপাতালের অর্থোপেডিক চিকিৎসার পরিকাঠামো অত্যন্ত ভালো। তাই স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালগুলিতে হাড়ের অস্ত্রোপচারের উপর বিধিনিষেধ চাপানো হচ্ছে। যে যে ক্ষেত্রে জেলা স্বাস্থ্য দফতরের তরফে সবুজ সংকেত দেওয়া হবে, সেইসব ক্ষেত্রে শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বেসরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার করা যাবে বলে জানানো হয়েছিল।

আর সেই ‘পাইলট প্রজেক্ট’ এবার রাজ্যের সব জেলায় চালু করার নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। ওই নির্দেশিকা অনুযায়ী, স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে রাজ্যের সব হাসপাতালে হাড়ের অস্ত্রোপচার করা যাবে। সেখানে কোনও বিধিনিষেধ চাপানো হচ্ছে না বলে স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে।

আরও পড়ুন: Artificial Intelligence in Cancer Treatment: ক্যানসার প্রতিরোধে AI? যুগান্তকারী পথে চিকিৎসাবিজ্ঞান

সরকারি হাসপাতালে সেই অস্ত্রোপচার না করা গেলে অবশ্য স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালে অপারেশন করা যাবে। সেক্ষেত্রে সরকারি হাসপাতালের তরফে রেফারাল সার্টিফিকেট থাকতে হবে। বেসরকারি হাসপাতালে সেই রেফারাল সার্টিফিকেট দেখালে সেখানেও স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হাড়ের অস্ত্রোপচার করা যাবে।