ভাগ্য ভালো যে শামি, বুমরা, সিরাজকে আমাদের খেলতে হয় না: শ্রেয়াস

এশিয়া কাপের ফাইনালই যেন বৃহস্পতিবার ফিরে এলো মুম্বাইয়ে। ভারত আবারও শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ লণ্ডভণ্ড করে দিলো। সবচেয়ে বেশি অবদান রাখেন মোহাম্মদ শামি। মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাও তাণ্ডব চালান বল হাতে। তাতে ৩৫৯ রানের জবাবে মাত্র ৫৫ রানে অলআউট শ্রীলঙ্কা। ভারতের ব্যাটার শ্রেয়াস আইয়ার ম্যাচ শেষে এই বোলিং আক্রমণত্রয়ীকে প্রশংসায় ভাসালেন।

অস্ট্রেলিয়ার পর চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষেও ৫ উইকেট নিলেন শামি। মাত্র ৫ ওভারে ১৮ রান দেন এই পেসার, মেডেন ছিল একটি। তাতে করে বিশ্বকাপে সবচেয়ে বেশি তিনবার ফাইফার নেওয়ার রেকর্ডে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের পাশে বসলেন তিনি।

এছাড়া বুমরা ও সিরাজ দুটি করে উইকেট নিয়েছেন। এই তিনজনের আক্রমণে ১০ ওভারের মধ্যে ১৪ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। ম্যাচ শেষে এই বোলিং আক্রমণ নিয়ে কথা বলেন শ্রেয়াস। 

তিনি বলেন, ‘আজকের আর আগের ম্যাচের বোলিং দেখে নিজেদের অবশ্যই ভাগ্যবান মনে হচ্ছে যে তাদের বিপক্ষে আমাদের খেলতে হয় না। কিন্তু আমরা নেটে তাদের মুখোমুখি হই। সেটা আমাদের যে কোনও বোলারের মুখোমুখি হতে অনুপ্রেরণা দেয়।’