মাথা কাটবেন না গলা কাটবেন, আমরা পাশে আছি, বললেন বীরভূমের TMC নেতা

দলের বিজয়া সম্মিলনীতে সৌজন্য বিনিময় করতে এসে বিরোধীদের কোতল করার নিদান দিলেন বীরভূমের তৃণমূল নেতা সৈয়দ সিরাজ জিম্মি। বৃহস্পতিবার রামপুরহাটে তাঁর প্ররোচনামূলক ভাষণ নিয়ে বিতর্ক ছড়িয়েছে। কী করে দায়িত্বশীল রাজনৈতিক দলের একজন নেতা এই ধরণের মন্তব্য করতে পারেন তা নিয়েও উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে, তাহলে কি নিজেদের প্রশাসনে নিজেদেরই আস্থা নেই তৃণমূল নেতাদের? তাই সাধারণ মানুষকে আইন হাতে তুলে নিতে প্ররোচনা দিচ্ছেন তাঁরা?

বৃহস্পতিবার রামপুরহাটে তৃণমূলের এক বিজয়া সম্মিলনীতে যোগদান করে জিম্মি বলেন, ‘আপনার বাঁচার অধিকার আছে। আপনার সন্তানদের রক্ষা করার অধিকার রয়েছে। যদি কেউ মনে করে আপনাদের ওপর আক্রমণ করবে, আপনাদের ক্ষতি করবে, চোখ রাঙাবে, তাহলে আত্মরক্ষায় তার পা কাটা গেল, না মাথা কাটা গেল না গলা কাটা গেল, কিচ্ছু দেখবেন না। আমরা আছি আপনাদের পাশে। নির্ভয়ে এগিয়ে যাবেন।’ তিনি আরও বলেন, ‘আত্মরক্ষার জন্য কেউটে সাপের মতো তেজ দরকার। সেই জন্যই এই কথা বলছি। ঢোঁড়া সাপ হলে সবাই মাড়িয়ে চলে যাবে।’

তৃণমূল নেতার এহেন প্ররোচনামূলক ভাষণের তীব্র সমালোচনা করেছে জেলা বিজেপি। দলের তরফে প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, কার্যত বিরোধীদের কোতল করার নিদান দিচ্ছেন তৃণমূল নেতা। দলীয় কর্মীদের গণহত্যা সংগঠিত করতে প্ররোচনা দিচ্ছেন তিনি।