Duare Sarkar camp: উত্তরবঙ্গে বন্যা-বিধ্বস্তদের জন্য চলতি মাসেই বিশেষ দুয়ারে সরকার শিবির

উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। হারিয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ নথি ও প্রকল্পের কাজপত্র। এই সব মানুষদের জন্যই চলতি মাসেই ফের দুয়ারে সরকার চালু করেছে রাজ্য সরকার। উত্তরবঙ্গের একাধিক বন্যা বিধ্বস্ত এলাকায় হবে এই দুয়ারে সরকারের শিবির। 

আগামী ৭ নভেম্বর থেকে শুরর হবে দুয়ারে সরকারের ক্যাম্প। ৮ নভেম্বর পর্যন্ত চলবে আবেদনপত্র জমা নেওয়ার কাজ। অর্থাৎ আগামী মঙ্গল ও বুধবার আবেদনপত্র নেওয়া হবে। এর ১৭ এবং ১৮ নভেম্বর আবেদনপত্র খতিয়ে দেখে সরকারি পরিষেবা প্রদান করা হবে।

নবান্ন তরফে জানানো হয়েছে, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভোটার কার্ড থেকে আরম্ভ করে সব রকম সরকারি প্রকল্পের জন্যও নাম নথিভুক্ত করা যাবে। নাম, ঠিকানা পরিবর্তন বা নথিতে কোনও ভুল থাকলে তাও সংশোধন করা যাবে দুয়ারের সরকারের এই শিবিবে।

এমনিতেই রাজ্য সরকারের এই প্রকল্প বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ধাপে ধাপে বেড়েছে প্রকল্পেরও সংখ্যা। বর্তমানে ৩৬টি প্রকল্পের সুবিধা দেওয়া হয় দুয়ারে সরকারের শিবিরে। গত সেপ্টেম্বর মাসে রাজ্যে দুয়ারে সরকারের শিবির শেষ বসেছিল। এবার উত্তরবঙ্গের বন্যাদুর্গতদের কথা ভেবে শিবির বসানো হচ্ছে।

প্রসঙ্গত, লাগাতার ভারী বর্ষায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। তাছাড়া তিস্তা নদীতে হড়পা বানে ক্ষতিগ্রস্ত কালিম্পংয়ের বিস্তীর্ণ এলাকায়। তাই কালিম্পয়েংও বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ির মাল, ক্রান্তি, সদর এবং ময়নাগুড়ি সাব ডিভিশনে মোট ১৫টি বসবে বলে জানা গিয়েছে। 

প্রাকৃতিক দুর্যোগে যাঁরা তাঁদের জরুরি নথি হারিয়েছেন, এই ক্যাম্পের খবরে তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।