Earthquake tremor in India: ৬.৪ ভূমিকম্পে কাঁপল নেপাল, জোরালো কম্পন দিল্লি, বিহার-সহ ভারতের একাধিক রাজ্য

জোরালো ভূমিকম্প হল নেপালে। ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। অর্থাৎ তীব্রতার নিরিখে সেই ভূমিকম্প অত্যন্ত শক্তিশালী ছিল। আর সেই ভূমিকম্পের ফলে জোরালো কম্পন অনুভূত হয়েছে ভারতের বিস্তীর্ণ অংশেও। প্রাথমিকভাবে যে তথ্য মিলেছে, তাতে দিল্লি (দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন), উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড-সহ ভারতের একাংশেও কম্পন অনুভূত হয়েছে। দিল্লির মতো কোনও কোনও এলাকার মানুষের দাবি, যথেষ্ট জোরে কম্পন অনুভব করেছেন তাঁরা। শুধু তাই নয়, বিহারের বিভিন্ন অংশেও কম্পন অনুভূত হয়েছে।

ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত ১১টা ৩২ মিনিট ৫৪ সেকেন্ডে নেপালে ভূমিকম্প হয়েছে। যে এলাকা নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ৩৩১ কিমি দূরে অবস্থিত। আর ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পে উৎসস্থল ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। যেখানে ভূমিকম্প হয়েছে, তা ভারতের সীমান্ত থেকে খুব একটা দূরে অবস্থিত নয়। ফলে উত্তর ভারতের বিভিন্ন রাজ্য, বিহারের মতো বিভিন্ন জায়গায় কম্পন্ন অনুভূত হয়েছে।

আরও পড়ুন: Earthquake tremor in Delhi: প্রতিবেশী নেপালে ৬.২ মাত্রার ভূমিকম্প, জোরালো কম্পন অনুভূত দিল্লি-সহ উত্তর ভারতে

ভূমিকম্পের উৎসস্থল থেকে ভারতের বিভিন্ন এলাকার দূরত্ব কত? ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে যেখানে ভূমিকম্প হয়েছে, তা উত্তরাখণ্ডের পিথোরাগঢ়ের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ২০৮ কিমি, জোশীমঠের দক্ষিণ-পূর্বে ৩১৭ কিমি, উত্তরপ্রদেশের লখনউয়ের উত্তর ও উত্তর-পূর্বে ২৫৩ কিমি এবং উত্তরপ্রদেশের অযোধ্যার উত্তরে ২২৭ কিমি দূরে অবস্থিত। 

শুক্রবারের ভূমিকম্পের ফলে এক মাসের মধ্যে নেপালে তিনবার বেশ জোরালো ভূমিকম্প হল (ছোটখাটো ভূমিকম্প না ধরে)। পাক্কা এক মাস আগে তথা ৩ অক্টোবর দুপুরেও জোরালো ভূমিকম্প হয়েছিল হিমালয়ের কোল ঘেঁষা দেশে। সেইসময় ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, দুপুর তিনটে নাগাদ নেপালে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। সেইসময়ও দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের মতো বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছিল।

আরও পড়ুন: Afghanistan Earthquake: ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, শনিবারের কম্পনে মৃতের সংখ্যা ছাড়াল ৪ হাজার

কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি? প্রাথমিকভাবে নেপাল থেকে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে যে মাত্রার ভূমিকম্প হয়েছে, তাতে ক্ষয়ক্ষতির প্রবল আশঙ্কা আছে। ভারত থেকে অবশ্য কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।