Gaza: গাজাতে কতটা জঙ্গি দমন করল ইজরায়েল, খেয়াল রাখছে ভারত

শিশির গুপ্তা

ইজরায়েলে হামাসের হামলার পরে গোটা বিশ্বজুড়েই প্রতিরক্ষা ব্যবস্থায় একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এব্য়াপারে যাবতীয় বিষয়টি পর্যালোচনা করেছে ভারতের প্রতিরক্ষা দফতরও। গাজা ইজরায়েলি সেনা গ্রাউন্ড অপারেশনে কতটা সফল হল সেদিকেও খেয়াল রাখছে ভারত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সেনাকে ইতিমধ্যেই জানিয়েছেন, ৭ অক্টোবরের ঘটনার পরে অপ্রত্যাশিত যেটা, সেটাও যেকোনও সময় হতে পারে বলে ভেবে রাখুন। 

তবে এটা বলাই যায় যে সবরকম পরিস্থিতির জন্য তৈরি রয়েছে ভারতীয় সেনা। ইতিমধ্য়েই ভারতীয় সেনা জরুরীকালীন পরিস্থিতিতে অ্যান্টি ড্রোন ব্যবস্থা, লজিস্টিক ইউএভি, গোলাবারুদ, নানা ধরনের সেন্সরের ব্যবস্থা করেছে। তবে সবটাই আত্মনির্ভর ভারতের অঙ্গ। ভারতের সীমান্ত বরাবর কোনওদিন কোনও হামলা হলে তা কীভাবে প্রতিরোধ করা যাবে তা নিয়েও পর্যালোচনা করা হয়েছে। এমনকী বলা হচ্ছে পাকিস্তানের মদতে পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি গোষ্ঠী সক্রিয় রয়েছে। সেই সঙ্গেই জেহাদিদের আটকানোর জন্য সবরকম চেষ্টা করছে ভারতের প্রতিরক্ষা সিস্টেম। 

প্রসঙ্গত গত মাসে সেনা কমান্ডারদের নিয়ে মিটিং হয়েছিল। সেখানে হামাস হানা নিয়ে কথাবার্তা হয়। হামাসরা কীভাবে ইজরায়েলের উপর অতর্কিতে হামলা চালিয়েছিল তা নিয়ে কথাবার্তা হয়। ভারতের গোয়েন্দা দফতরও এনিয়ে সক্রিয় রয়েছে। যুদ্ধ পরিস্থিতি ও আগামী দিনে মধ্যপ্রাচ্যে তার কী প্রভাব হতে পারে তানিয়ে সবসময় সতর্ক রয়েছে ভারত। এনিয়ে পর্যালোচনাও করা হয়েছে। 

অন্যদিকে সতর্ক রয়েছে ভারতীয় নৌ সেনাও। সমস্ত নেভির ভেসেলগুলি যাতে রেডিও ট্যাগিং করা থাকে সেটা নিশ্চিত করা হচ্ছে। তবে এবারই প্রথম নয়। ২৬-১১ সালে মুম্বই হামলার পর থেকেই এনিয়ে সতর্ক রয়েছে ভারত। ভারতের প্রায় ৭৫০০ কিমি দীর্ঘ উপকূল জুড়ে ভারতীয় নেভি কড়া নজর রাখে। 

এদিকে ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে ভারতের পর্যালোচনা হল, এই যুদ্ধ তখনই শেষ হবে যখন গাজা স্ট্রিপে জঙ্গিদের প্রতিহত করা সম্ভব হবে। অন্যদিকে মধ্য়প্রাচ্যের বর্তমান পরিস্থিতির উপর সবসময় খেয়াল রাখছে ভারত।