ICC ODI World Cup 2023 Mohammed Siraj Mohammed Shami Tears Apart Sri Lanka Batting Line Up

মুম্বই : আরব-সাগরের তিরে লঙ্কাকাণ্ড। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও মহম্মদ শামির (Mohammed Shami) জোড়া আগুনে কার্যত ঝলসে গেল শ্রীলঙ্কা। ২০১১ সালের বিশ্বকাপের (World Cup) ফাইনালে মুখোমুখি হওয়া দুই প্রতিপক্ষের বিশ্বযুদ্ধের মঞ্চে ফের একবার মুম্বইতে মুখোমুখি হওয়া নিয়ে তৈরি হয়েছিল প্রত্যাশার পারদ। তবে মাঝের এক যুগে যে দুই দেশের অর্থনীতি ও ক্রিকেটে আকাশ-পাতাল পার্থক্য হয়ে দাঁড়িয়েছে, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল।

প্রথমে ভারতীয় ব্যাটারদের দাপটের পর শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের কার্যত আয়ারাম-গয়ারাম বানিয়ে ছাড়লেন ভারতীয় বোলাররা। শুরুটা করেছিলেন সিরাজ, তারপর সঙ্গে জুড়লেন শামি। একসময় মনে হচ্ছিল একদিনের ক্রিকেটে সর্বনিম্ন টিম টোটালের লজ্জা এড়াতে পারবে তো শ্রীলঙ্কা দল। সময়ের কী পরিহাস, মাত্র ৩৫ রানে জিম্বাবোয়েকে গুটিয়ে দিয়েছিল শ্রীলঙ্কাই। একদিনের ক্রিকেটের ইতিহাসে যা সর্বনিম্ন। যদিও সেই লজ্জার মুখে তাদের পড়তে হয়নি।

শেষ পর্যন্ত টেল এন্ডারদের সুবাদে ৫৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। যার ফলে লঙ্কাবাহিনী এড়িয়েছে বিশ্বকাপের মঞ্চে কোনও দলের সর্বনিম্ন স্কোরের লজ্জাও। কাকতালীয় ভাবে, ২০০৩ বিশ্বকাপে কানাডাকে ৩৬ রানে অলআউট করেছিল শ্রীলঙ্কাই। সর্বনিম্নের-লজ্জা এড়ালেও ভারতের কাছে ক্রিকেটীয় যুদ্ধে যেভাবে পর্যুদস্ত হল শ্রীলঙ্কা তাতে লজ্জার ছিটেফোঁটাও অবশ্য কম নয়।

ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা ক্রিকেটীয় লড়াইয়ে পর্যুদস্ত-লজ্জিত হল। ভারতীয় পেসারদের দাপটে শ্রীলঙ্কার ব্যাটারদের রানের অঙ্ক দেখে কোনও ফোন নম্বর ভেবেই চোখে ধাঁধা লাগতে পারে। মহম্মদ সিরাজ শুরুতেই ৩ টি, তারপর মহম্মদ শামি ৫ উইকেট নিলেন। ১ টি উইকেট জসপ্রীত বুমরাহ-র। শেষ শ্রীলঙ্কা ব্যাটারকে সাজঘরে ফেরান রবীন্দ্র জাদেজা। 

শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রান করে ভারত। আর জবাবে শ্রীলঙ্কা ১৯.৪ ওভারে শেষ মাত্র ৫৫ রানেই ! ৩০২ রানের রেকর্ড ব্যবধানে জিতল ভারত। চলতি বিশ্বকাপে দেশ হিসেবে সাত ম্যাচের সাতটিতেই জিতে প্রথম দেশ হিসেবে স্থান পাকা করে ফেলল সেমিফাইনালে। 

মহম্মদ শামি ৫ উইকেট নিয়ে শুধু ম্যাচ সেরার সম্মানই পেলেন না। চলতি বিশ্বকাপে ৩ ম্যাচে তিনি নিয়ে ফেললেন ১৪ উইকেট। আর বিশ্বকাপে মোট ১৪ ম্যাচে ৪৫ উইকেট নিয়ে বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি হওয়ার নজিরও গড়ে ফেললেন মহম্মদ শামি।

আরও পড়ুন- বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারি ভারতীয়, ফাইভ স্টার মহম্মদ শামির অনন্য নজির