ICC Cricket World Cup: ঐতিহাসিক জয় ভারতের! কীভাবে আনন্দে সামিল গুগল ইন্ডিয়া থেকে দিল্লি পুলিশ, জোম্যাটোরা

প্রথম দল হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ভারত। ভারতীয় ব্যাটার এবং বোলারদের জয়জয়কার দেশজুড়ে। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে হয় ভারতকে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫৭ রান তোলে ভারত। ৩৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ৫৫ রান তুলে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

৩০২ রানের বিরাট ব্যবধানে এই ম্যাচ জেতার ফলে নেট রানরেট অনেকটাই বেড়ে গিয়েছে ভারতের। এ দিন মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন গিল। ৮৮ রানের দারুণ ইনিংস উপহার দেন বিরাট কোহলি। শ্রেয়স আইয়ারের ব্যাটে আসে অনবদ্য ৮২ রান। ৫ উইকেট নেন মহম্মদ শামি। ৩টি উইকেট নেন মহম্মদ সিরাজ। এ দিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঐতিহাসিক জয় হয় ভারতের।

আইসিসি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের শুরু থেকে জোম্যাটো, সুইগি, ব্লিংক ইট, গুগল ইন্ডিয়া এবং উবার-এর মতো কোম্পানি ভারতে সাপোর্ট করে আসছে। এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে (প্রাক্তন নাম টুইটার), দিল্লি পুলিশও নীল জার্সি পরা হিরোদের সমর্থন জানিয়েছেন।

এ দিন ভারতের ঐতিহাসিক জয়ের পর দিল্লি পুলিশ টুইট করে ভারতী দলকে ‘কিলিং পারফর্ম্যান্স’-এর জন্য় শুভেচ্ছা জানিয়েছে।

গুগল ইন্ডিয়ার তরফে টুইট করে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, ‘আমাদের বোলিং পারফর্ম্যান্স দুর্দান্ত ছিল। খুব সুন্দর, রুচিপূর্ণ, জাস্ট লুকিং লাইক ওয়াওওওওওওও’। আরও লেখা, ‘যে গতিতে উইকেট পতন হচ্ছে = সেই গতিতে যে গতিতে আমি আমার ফাইলের মন্তব্যগুলি সমাধান করতে চাই’।

ব্লিংক ইটের তরফে ভারতীয় দলকে সমর্থন জানিয়ে টুইট করা, ‘৭/৭ #INDvSL’।

জোম্যাটোর তরফে খানিক মজা করে টুইট করা হয়েছে, ‘আমরা যেভাবে একটা বিরিয়ানির প্লেট দেখি, ইন্ডিয়াও শ্রীলঙ্কাকে সেভাবে দেখেছে, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যাক’।

সুইগির তরফে টুইট করে লেখা, ‘৭টা অর্ডার ডেলিভারি হয়ে গিয়েছে, আর ৪টে বাকি আছে’। অপর টুইটে জানানো হয়েছে, ‘ধন্যবাদ এত তাড়াতাড়ি ম্যাচ শেষ করার জন্য, এবার আমরা কিং খানের জন্মদিন সেলিব্রেট করতে পারব’।

ভারতের জয়ের পর উবার ইন্ডিয়া-এর তরফে টুইট করে লেখা, ‘ম্য়াচের আগে উবার-এর ভাইয়ার থেকে সবথেকে সহজ পথ জানতে চেয়েছিলে?’ আবার মজা করে টুইট করেছে, ‘ভাইয়া, ডিব্বা করে সোনপাপড়ি নিয়ে আসব? দিওয়ালি তো জলদি এসে গিয়েছে যেন!’