Paap Mukti Certificate: ১২টাকাতেই মিলবে পাপমুক্তির সার্টিফিকেট! ওই মন্দিরের পুকুরে টুপ করে ডুব দিলেই হবে

পাপের ভাঁড়ার একেবারে পূর্ণ হয়ে গিয়েছে? ভাবছেন সহজে কীভাবে পাপমুক্ত হবেন? মাত্র ১২ টাকা খরচ করতে হবে। তাহলেই পাপ থেকে মুক্তি পাবেন আপনি। অবিশ্বাস্য মনে হলেও তেমনটাই হচ্ছে দক্ষিণ রাজস্থানের প্রতাপগড় জেলার একটি মন্দিরে পুকুরে বা কুন্ডে ডুব দিয়ে পাপমুক্ত হতে পারবেন। এমনটাই বিশ্বাস ভক্তদের। আর মাত্র ১২টাকা খরচ করলে পাপমুক্তির সার্টিফিকেটও পাবেন। আসলে সবটাই বিশ্বাস। আর এই বিশ্বাসের বশবর্তী হয়ে রাজস্থানের ওই মন্দিরে আজও রয়েছে এই প্রথা। 

রাজস্থানের গৌতমেশ্বর মহাদেব মন্দিরের কুন্ডে এই পাপমুক্তির ব্য়বস্থা রয়েছে।  

শরীরে ময়লা জমলে ভালো করে সাবান মেখে স্নান করলে ময়লা দূরে চলে যায়। তেমনই এই মন্দিরের পুকুরে স্নান করলে পাপও ধুয়ে মুছে পুরো সাফ হয়ে যাবে। এটাই বিশ্বাস। আর এই বিশ্বাসকে সঙ্গী করে বছরের পর বছর ধরে এখানে আসছেন ভক্তরা। 

সূত্রের খবর, প্রতি বছর ২৫০-৩০০জনকে এই সার্টিফিকেট দেওয়া হয়। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল রাজস্থান দফতরের দেবস্থান দফতর এই পাপমুক্তি সার্টিফিকেট ইস্যু করে বলে খবর। 

মূলত পাপের জেরে যারা কার্যত একঘরে হয়ে যান, তাদেরকেই এই  কুন্ডে স্নান করতে হয়। এরপর গ্রাম পঞ্চায়েত সদস্যদের ব্য়াপারটা জানানো হয়। এরপর সরকারি আমি ১২টাকায় একটি সার্টিফিকেটে সই করেন। এরপর সেই সার্টিফিকেট হাতে পেয়ে ওই ব্যক্তি একেবারে পাপমুক্ত। সেটা সমাজ স্বীকৃতিও দেয়। সেই মতো অনেকেই এই পাপমুক্তির জন্য আবেদন করেন। 

আসলে এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা লোককথা। আসলে লোকমুখে প্রচারিত হয়ে রয়েছে এক মহাঋষি গোহত্যার মতো মারাত্মক পাপ করেছিলেন বলে খবর। এরপর তিনি ওই কুন্ডে স্নান করে পাপমুক্ত হয়েছিলেন। এরপর থেকে ওই কুন্ডে স্নান করে পাপমুক্তি হয় বলে একটা বিশ্বাস লোকের মুখে মুখে ঘুরছে। 

তবে মন্দাকিনী কুন্ডে স্নান করলেই যে পাপমুক্তির সার্টিফিকেট পাবেন এমনটা নয়। খুব সীমিত সংখ্যক মানুষকে এই সার্টিফিকেট দেওয়া হয়।