Ration Scam: দেশের সব থেকে বড় রেশন দুর্নীতি, মনে করছেন ED-র আধিকারিকরা

স্বাধীনতার পরে দেশের সব থেকে রেশন দুর্নীতি হয়েছে সম্ভবত পশ্চিমবঙ্গতেই। প্রাথমিক তদন্তের পরে এমনটাই মনে করছেন ইডির গোয়েন্দারা। কী ভাবে ভুয়ো রেশন কার্ডে বরাদ্দ চাল – গম খোলা বাজারে বিক্রি করেছেন জ্যোতিপ্রিয় বাকিবুররা তা খতিয়ে দেখার পর এই ধারণা তৈরি হয়েছে ইডি আধিকারিকদের মধ্যে।

ইডির তরফে জানানো হয়েছে, রাজ্যে ১ কোটি ৬৬ লক্ষ ভুয়ো রেশন কার্ড নিয়ে কেন্দ্রকে কোনও তথ্য দেয়নি রাজ্য সরকার। এমনকী সেই কার্ডগুলি বাতিল করার বদলে ব্লক করে রেখেছিল খাদ্য দফতর। ইডির তদন্তকারীরা জানাচ্ছেন, ১ কোটি ৬৬ লক্ষ রেশন কার্ডের জন্য মাসে ৫ কেজি করে কেন্দ্রীয় চাল বরাদ্দ ছিল। অর্থাৎ বছরে ৬০ কেজি। সেই চাল ২৮ টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রি করা হয়েছে। যার থেকে প্রায় ২৮০০ কোটি টাকার দুর্নীতি হয়ে থাকতে পারে। সারা দেশে এখনো এত বড় রেশন দুর্নীতির নজির নেই বলে মনে করছেন ইডির গোয়েন্দারা।

ইডির আরও দাবি, ২০১৬ – ১৭ অর্থবর্ষে রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থার বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছিল CAG. তাতে কত মানুষ রেশন পান, কতটা করে পান, কত কার্ড বাতিল করা হয়েছে এরকম একাধিক প্রশ্ন ছিল। কিন্তু কোনও প্রশ্নেরই জবাব দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর পর তথ্য চেয়ে রাজ্যের তৎকালীন মুখ্যসচিবকে চিঠি দেয় CAG. সেই চিঠিরও জবাব দেননি মুখ্যসচিব।

ইডির দাবি, দুর্নীতি ধামাচাপা দিতেই তথ্য প্রকাশ্যে আনেনি রাজ্য সরকার। তদন্তে রাজ্য সরকারের কয়েকজন আমলাকে জেরা করা হতে পারে বলেও সূত্রের খবর।