Rohit Sharma & Co Jets Off To Kolkata For Crunch IND Vs SA World Cup Clash Get To Know

কলকাতা: সাতে সাত হয়েছে। আইসিসি ওয়ান ডে বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অশ্বমেধের ঘোড়া ছুটেই চলেছে। শেষ ম্যাচে শ্রীলঙ্কার (IND vs SL) বিরুদ্ধে ৩০২ রানের বিশাল ব্যবধানে জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। এবার সামনে দক্ষিণ আফ্রিকা। আগামী রবিবার ৫ নভেম্বর ইডেন গার্ডেন্সে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে খেলতে নামবে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) দল। তার আগে এদিন সন্ধেবেলায় কলকাতায় পা রাখলেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। 

গতকালই শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। সেই জয়ের পরই প্রথম দল হিসেবে চলতি বিশ্বকাপের শেষ চারের টিকিট নিশ্চিত করেছে তারা। একদিন পরেই কলকাতায় চলে এলেন রোহিতরা। ৫ তারিখ বিরাট কোহলির জন্মদিন। সেদিনই ক্রিকেটের নন্দনকাননে খেলতে নামবেন। স্বভাবতই সেই ম্যাচ ঘিরে বিরাট প্রেমীদের মধ্যে আলাদা একটা উৎসাহ রয়েছে। এদিন বিমানবন্দরেও ভারতীয় দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অসংখ্য ক্রিকেট প্রেমী মানুষ। শুক্রবার বিকেল ৫ টা ৩০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে টিম ইন্ডিয়া। গোটা বিমানবন্দর চত্ত্বর জুড়ে বিরাট বিরাট শব্দব্রহ্ম শোনা যাচ্ছিল ক্রমাগত। রীতিমত নাচানাচি শুরু করে দেন সমর্থকরা। করতালিতে অভিনন্দন জানানো হয় টিম ইন্ডিয়ার প্রত্যেক সদস্যকে। পুরো উৎসবের আমেজ গোটা বিমানবন্দর চত্ত্বরে। 

সিএবি-র অন্দরমহল থেকে শুরু করে ময়দানের আনাচ-কানাচে খোঁজ নিন। সর্বত্র এক নির্যাস। ৫ নভেম্বর কোহলি তো শুধু কিংগ নন, তিনি বার্থ ডে বয়-ও। আর সেই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে অভিনব সব উদ্যোগ নিচ্ছেন সিএবি কর্তারা। ৫ নভেম্বর ৩৫ বছর পূর্ণ করছেন কোহলি। সেদিন মাঠেই গ্র্যান্ড সেলিব্রেশনের পরিকল্পনা সারা হয়ে গিয়েছে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝা, যুগ্মসচিব দেবব্রত দাস-সহ বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার শীর্ষ কর্তাদের। কীরকম হবে বিরাট-বরণ উৎসব? সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস এবিপি আনন্দকে বলছিলেন, ‘আমরা একটা কেক অর্ডার করেছি। ১০ পাউন্ডের কেক। সেটির বিশেষত্ব হল, বিরাটের ছবি থাকবে কেকে। বিরাটকে দিয়েই কেক কাটানোর পরিকল্পনা রয়েছে।’ তবে কখন কেক কাটা হবে, ম্যাচ শুরু হওয়ার আগে, নাকি দুই ইনিংসের বিরতিতে, অথবা ম্যাচ শেষের পর, তা এখনও চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে আইসিসি-র সঙ্গে কথা বলা হচ্ছে। অনুমতি পেলে তবেই চূড়ান্ত হবে সময়সূচি।