England Look To Salvage Pride As Australia Aim Semifinal Berth Of ODI World Cup Preview

আমদাবাদ: দুই চিরপ্রতিদ্বন্দ্বী, দুই মহাতারকা অধিনায়ক, তারকায় ভর্তি দল এবং বিশ্বকাপের (ODI World Cup 2023) ‘বিজনেস এন্ড’। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার (England vs Australia) এক অবিস্মরণীয় দ্বৈরথ দেখার জন্য তৈরি ছিল। ইংল্যান্ডের হতশ্রী পারফরম্যান্স, এই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ কিন্তু অনেকটাই কমিয়ে এনেছে। তবে চিরপ্রতিদন্দ্বীদের বিরুদ্ধে ম্যাচ কোনও সময়ই পরিবেশ, পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। তাই ম্যাচের আগে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ফর্ম ভিন্নরকমের হলেও, ম্যাচে কড়া টক্কর হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। 

ইংল্যান্ড কিন্তু অন্তত খাতায় কলমে এখনও সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যায়নি। সেই আশা আরেও কয়েকটা দিন উজ্জীবিত রাখার জন্য গতবারের চ্যাম্পিয়নদের আজকের ম্যাচ জিততেই হবে। অপরদিকে, অজ়িরা ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয় দিয়ে টুর্নামেন্টের শুরুটা করে। তবে নাগাড়ে চার জয়ে প্যাট কামিন্সরা কিন্তু বিশ্বকাপের সেমিতে পৌঁছনোর দৌড়ে ভালভাবেই রয়েছে। সেই লক্ষ্যের দিকেই আরও একধাপ এগিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে ‘গার্ডেন সিটি’তে মুখোমুখি নিউজ়িল্যান্ড-পাকিস্তান