Khalistani terrorist threat: উড়িয়ে দেওয়া হবে Air India-র বিমান! হুমকি খলিস্তানি জঙ্গির, ১৯৮৫-তে করা হয়েছিল একই কাজ

এয়ার ইন্ডিয়ার বিমানে বিস্ফোরণের হুমকি দিল খলিস্তানি জঙ্গি গুরপন্তওয়ান্ত সিং পান্নুন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ‘শিখস ফর জাস্টিস’-র সভাপতি তথা খলিস্তানি জঙ্গি হুঁশিয়ারি দিয়েছে যে আগামী ১৯ নভেম্বর থেকে বিশ্বজুড়ে এয়ার ইন্ডিয়ার বিমানকে উড়তে দেওয়া হবে না। যাঁরা তারপরও টাটার মালিকাধীন উড়ান সংস্থার বিমানে উঠবেন, তাঁদের প্রাণের ঝুঁকি থাকবে। সেজন্য শিখদের ১৯ নভেম্বর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে না ওঠার ‘পরামর্শ’ দিয়েছে খলিস্তানি জঙ্গি। যদিও বিষয়টি নিয়ে আপাতত ভারত সরকারের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) খলিস্তানি জঙ্গি পান্নুন বলেন, ‘আমরা যেটা করব, সেটা হল যে আমরা ভারতের মেরুদণ্ড ভেঙে দেব। ভারতকে ভেঙে ফেলতে হবে আমাদের। সেটার জন্য প্রথমেই আমাদের অর্থনৈতিক দিক থেকে ভারতকে ধ্বংস করতে হবে আমাদের। আমরা শিখ সম্প্রদায়ের মানুষের কাছে আর্জি জানাচ্ছি যে তাঁরা যেন এয়ার ইন্ডিয়ার বিমানে না ওঠেন। ১৯ নভেম্বর থেকে বিশ্বজুড়ে অবরোধ হবে।’ 

খলিস্তানি জঙ্গি পান্নুন যে ভাষায় হুমকি দিয়েছে, কার্যত একইরকম ভাষা প্রয়োগ করা হয়েছিল ১৯৮৫ সালে। সেই বছর ২৩ জুন এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা চালানো হয়েছিল। মৃত্যু হয়েছিল বিমানে থাকা ৩২৯ জনেরই। যে ভয়াবহ হামলার ঘটনায় খলিস্তানি হাত ছিল। আর সেরকমভাবেই এবার খলিস্তানি জঙ্গি পান্নুনকে বলতে শোনা গিয়েছে, ‘বিশ্বের কোথাও এয়ার ইন্ডিয়াকে উড়তে দেওয়া হবে না। শিখদের বলছি, ১৯ নভেম্বর থেকে এয়ার ইন্ডিয়ায় করে যাবেন না। সেক্ষেত্রে জীবনের ঝুঁকি থাকতে পারে।’

উল্লেখ্য, খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনা নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্যের পর থেকে ভারতকে একাধিকবার হুমকি দিয়েছে পান্নুন। গত জুনে কানাডায় হরদীপকে হত্যা করে হলেও মাসকয়েক আগে কানাডার প্রধানমন্ত্রী নিজেদের দেশের সংসদে সম্ভাব্য ভারত-যোগ নিয়ে মুখ খোলার পর থেকে মূলত হইচই শুরু করেছে খলিস্তানি জঙ্গিরা। ভারত অবশ্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে হরদীপের হত্যার ঘটনায় নয়াদিল্লির কোনও হাত নেই। 

আরও পড়ুন: Jaishankar’s veiled dig at Canada: রাজনৈতিক স্বার্থে জঙ্গিদের মদত নয়! নাম না করে UN-এ কানাডাকে কড়া বার্তা জয়শংকরের

তাতে অবশ্য থামেনি খলিস্তানি জঙ্গি পান্নুন। বরং কখনও কানাডায় বসবাসকারী ভারতীয় হিন্দুদের হুমকি দিয়েছে, কখনও ভারতের একদিনের বিশ্বকাপ নিয়ে হুমকি দিয়েছে। আর এবার এয়ার ইন্ডিয়ার উড়ান নিয়ে হুমকি দিল খলিস্তানি জঙ্গি। বিষয়টি নিয়ে ভারত সরকারের তরফে আপাতত সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন: Khalistani Terrorist Nijjar kiling: নিজ্জরকে খুন করতে এসেছিল ৬ জন, চলেছিল ৫০ গুলি! কীভাবে খতম হয় খলিস্তানি জঙ্গি?