চট্টগ্রামে আরেকটি বাসে অগ্নিসংযোগ

চট্টগ্রামে আরও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড়ে রেললাইন সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অবরোধ কর্মসূচি সমর্থনকারীরা বাসে এ অগ্নিসংযোগ করেছে বলে ধারণা করছে পুলিশ।

বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অক্সিজেন মোড়ে রেললাইন সংলগ্ন দাঁড়িয়ে থাকা একটি বাসে কে বা কারা অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে রাত ১০টা ২৫ মিনিটে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, একটি বাসে অগ্নিসংযোগ করেছে অবরোধ কর্মসূচি সমর্থনকারীরা। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এর আগে রবিবার ভোরে নগরীর পতেঙ্গা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটি পুড়ে  গেছে। এর সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।