তিন মোসাদ এজেন্টকে গ্রেফতারের দাবি ইরানের

ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের তিন এজেন্টকে গ্রেফতারের দাবি করেছে ইরান। রবিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে যৌথ অভিযানে তাদের আটক করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইরানি টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইরানের নাগরিকত্ব থাকা তিন মোসাদ এজেন্টকে দুই দেশের মধ্যবর্তী পাহাড়ি অঞ্চলে আটক করা হয়েছে।

শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য একটি তালেবান প্রতিনিধিদলের তেহরান আসার পর গ্রেফতারের এ খবর সামনে আসলো।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা ‘আফগান সীমান্ত থেকে ইরানি লক্ষ্যবস্তুতে কামিকাজে ড্রোন দিয়ে হামলার পরিকল্পনা করছিল’।

প্রতিবেদনে বিস্তারিত না জানিয়ে বলা হয়েছে, তাদের ‘জিজ্ঞাসাবাদের জন্য ইরানে স্থানান্তর করা হবে’।

ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি ইরান। দুই দেশ একে অপরকে শত্রু বিবেচনা করে। কয়েক দশক ধরে দুই দেশ ছায়াযুদ্ধে লিপ্ত রয়েছে।

তেহরান অভিযোগ করে আসছে, ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে নাশকতামূলক হামলা ও হত্যাকাণ্ড চালাচ্ছে। আগস্টে গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছিল, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনকেন্দ্রে নাশকতার ইসরায়েলি চক্রান্ত নস্যাৎ এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

জানুয়ারিতে মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি স্থাপনায় ড্রোন হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান।

ইসরায়েলে ৭ অক্টোবর ফিলিস্তিনি হামাস যোদ্ধাদের হামলাকে ইরান একটি ‘সফলতা’ হিসেবে স্বাগত জানিয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ বেসামরিক। হামাস যোদ্ধারা ২৪০ জনকে জিম্মি করে গাজা উপত্যকায় নিয়ে গেছে।

এর জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। অবিরাম বোমা বর্ষণের পাশাপাশি উপত্যকায় স্থল হামলাও শুরু করেছে ইসরায়েলি সেনারা। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি আগ্রাসনে রবিবার পর্যন্ত ৯ হাজার ৭৭০ জন নিহত হয়েছেন।