City of Joy: রাস্তায় পড়ে থেকে অবহেলায় মৃত্যু অসুস্থ ব্যক্তির, কলকাতা কবে এত অমানবিক হল?

যত দিন যাচ্ছে কলকাতা কি ততই অমানবিক হয়ে যাচ্ছে? উন্নত কলকাতার কি মন বলে কিছু নেই? রাস্তার ধারে পড়ে থেকে এক ব্যক্তির বেঘোরে মৃত্যুর ঘটনায় ফের আয়নার সামনে দাঁড় করালো শহর কলকাতাকে। ঠিক কী হয়েছে ঘটনাটা? 

সূত্রের খবর, উত্তর বন্দর থানার বেনিয়াটোলা লেডিজ ঘাট সংলগ্ন এলাকায় এক ব্যক্তি গত কয়েকদিন ধরেই পড়েছিলেন। অবহেলিত, একলা, সহায় সম্বলহীন। গঙ্গার পাশের রাস্তায় পড়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু কেউ সহায়তার হাত বাড়িয়ে দিলেন না। সহনাগরিকের সহায়তায় এগিয়ে এলেন না আর কেউ। শুক্রবার মারা গিয়েছেন ওই ব্যক্তি। 

স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তির পায়ে গভীর ক্ষত ছিল। এমনকী পায়ে পচন ধরেছিল। কেউ দেখার ছিল না। স্থানীয়দের দাবি পুরসভা ও পুলিশকে তারা ওই ব্যক্তির সম্পর্কে জানিয়েছিলেন। কিন্তু কেউ এগিয়ে আসেননি। বার বার বলা হলেও কারোর একবার মনে হয়নি তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। এরপর দিন কেটে গিয়েছে। মৃত্যু হল ওই ব্যক্তির।

এদিকে সূত্রের খবর, ওই ব্যক্তিকে তার নাম ঠিকানা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু তিনি সঠিকভাবে কিছু বলতে পারেননি। এদিকে কার্যত অবহেলায় পড়েছিলেন ওই ব্যক্তি। শুক্রবার তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কম্বল জড়িয়ে রাস্তার পাশে পড়েছিলেন তিনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই ব্যক্তি ভবঘুরে। তাঁর কোনও সঠিক ঠিকানা ছিল না। এখানে ওখানে পড়ে থাকতেন। একসময় তিনি মারাও গেলেন। কিন্তু পাশে থাকল না কেউ। তবে তিনি মারা যাওয়ার পরে অবশ্য ঘুম ভেঙেছে কলকাতার। এতদিনে মনে হচ্ছে হয়তো এতটা অমানবিক হওয়াটা ঠিক হয়নি এই শহরের। 

এই শহরের প্রাণ আছে বলে বার বার দাবি করা হয়। এই শহর মানবিক বলেও দাবি করা হয়। এই শহর সবসময় অবহেলিত মানুষদের পাশে থাকে বলেও বিভিন্ন মহলের পক্ষ থেকে দাবি করা হয়। সেই শহরেই এবার অমানবিক ছবি। তবে কি ধীরে ধীরে আরও কঠিন হয়ে যাচ্ছে এই শহর? 

বিপ্লবে আন্দোলনে উত্তাল হয় এই শহর। এই শহর সিটি অফ জয়। এই শহর মাতে উৎসবে। এই শহর রাত জাগে অসুস্থ বন্ধুর পাশে। আর এই শহরেই সামনে এল অমানবিক ছবি।