Dilip Ghosh: মোদী চাইলেও দিদি চাইছে না, আরও ৫ বছর বিনামূল্য রেশন নিয়ে বললেন দিলীপ

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের আগে মধ্যপ্রদেশে ভোটপ্রচারে গিয়ে আগামী ৫ বছর বিনামূল্যে রেশন বণ্টনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের সেই ঘোষণাকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তাঁর আশঙ্কা, ‘মোদী চাইলেও দিদি চাইছে না।’

রবিবার সকালে নিউটাউনে মর্নিং ওয়াক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবু বলেন, ‘আবাস যোজনা, শৌচাগারের টাকা লুঠ হয়েছে। রাস্তা-ঘাট, জল, বিদ্যুৎ কিচ্ছু বাদ যাচ্ছে না। আমাদের চিন্তা আছেই। মোদী চাইলেও দিদি চাইছে না।’

রেশন দুর্নীতির তদন্ত নিয়ে ইডির তৎপরতায় গত কয়েকদিনে তৃণমূলের উদ্বেগ যথেষ্ট বেড়েছে। বিশেষ করে শুক্রবার স্বাস্থ্য পরীক্ষায় যাওয়ার সময় গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি ভাবাচ্ছে দলের নেতাদের। ওই দিন জ্যোতিপ্রিয় বলেন, ‘আমি নির্দোষ। চার দিন পরে সব প্রমাণ করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন। আমি দলের পাশে আছি। দলও আমার পাশে আছে।’

এই নিয়ে এদিন দিলীপবাবু বলেন, ‘অনেকের নাম পাওয়া গিয়েছে। বহু লোক সুবিধা নিয়েছে। ধীরে ধীরে আরও নাম আসছে। ফোন – ফাইল থেকে নাম আসছে। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে’।