India Vs South Africa Match Ends Within Service Hours, Kolkata Metro Cancels Special Services From Esplanade At Night

কলকাতা : ক্রিকেটের নন্দন কাননে (Eden Gardens) প্রোটিয়া বধে গোটা দেশের সঙ্গে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে তিলোত্তমা। চারিদিক থেকে রোহিত-বাহিনীর কাছে আসছে অভিনন্দন-বার্তা। টিম ইন্ডিয়াকে এবার অভিনন্দন জানাল কলকাতা মেট্রোরেল (Kolkata Metro Rail) কর্তৃপক্ষও। এদিকে ভারতীয় বোলারদের দাপটে নির্ধারিত সময়ের আগেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু কেন ? কারণ, মেট্রোর নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় দর্শকদের বাড়ি ফিরতে অসুবিধা হবে না। ম্যাচের জন্য আজ রাত পৌনে ১১টা নাগাদ এসপ্লানেড থেকে বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করা হয়েছিল। যা বাতিল করা হয়েছে।

“>

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ উপলক্ষ্যে কলকাতা মেট্রোর তরফে রবিবার বিশেষ মেট্রো পরিষেবা চালুর কথা জানানো হয়েছিল। জানানো হয়, এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বেরর দিকে রাত ১০.৪৫ মিনিটে শেষ মেট্রো চলবে। অপরদিকে, এসপ্ল্যানেড থেকে ওই একই সময়ে কবি সুভাষের দিকেও শেষ মেট্রো ছাড়বে। ম্যাচের দিন সমর্থকদের ফেরার কথা ভেবেই এই বিশেষ মেট্রো চালু করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। কিন্তু, ট্রেন ইন্ডিয়ার দাপটে আজ অনেক আগেই ম্যাচ শেষ হয়ে গেছে । বলা ভাল, মেট্রোর সাধারণ পরিষেবা পেতে দর্শকদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তাই, আর বিশেষ পরিষেবার পথে হাঁটবে না মেট্রো। কবি সুভাষ ও দমদম থেকে যথাক্রমে রাত ৯টা ৪০ মিনিটে নির্ধারিত সময়েই শেষ মেট্রো ছাড়ার কথা জানিয়ে দেওয়া হয় সোশাল মিডিয়ায়। 

ব্যাটে-বলে অপ্রতিরোধ্য ভারত। বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিন। কিং কোহলির ব্যাটে সেঞ্চুরি। আর শেষ পাতে মিষ্টির মত জাডেজার পাঁচ উইকেট দখল। যার ফলস্বরূপ ৩২৭  রান তাড়া করতে নেমে ৮৩ রানে অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা (South Africa)। ২৪৩ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মার (Rohit Sharma) দল।

এদিন প্রথমে ব্য়াটিং করতে নেমে ভারতীয় দল ৩২৬ রান বোর্ডে তুলেছিল। জবাবে রান তাড়া করতে নেমে মাত্র ৮৩ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। নিজের ৩৫ তম জন্মদিনে কেরিয়ারের ৪৯ তম ওয়ান ডে সেঞ্চুরি হাঁকিয়ে সচিনকে ছুঁলেন বিরাট। অন্যদিকে বল হাতে পাঁচ উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাডেজা। এই নিয়ে বিশ্বকাপে নিজেদের আট ম্যাচে টানা আট ম্যাচে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া।