List of Flight to Visa Free Thailand: দেওয়ালিতে ভিসা ফ্রি থাইল্যান্ড! কলকাতার সঙ্গে ৪৬টি ফ্লাইট, বিমানের তালিকা দেখুন

আমেয়া যোশী

২০১৮ সাল। বারাণসী আর ব্য়াঙ্ককের মধ্য়ে ফ্লাইট চালু করেছিল ইন্ডিগো। তখন লোকজন রসিকতা করে বলতেন,  পাপ আর প্রায়শ্চিত্তের রুট। ওই রুটটা আর নেই। তবে ব্যাঙ্কক সহ থাইল্যান্ডের অন্য়ান্য জায়গায় যাওয়ার জন্য় উৎসাহ কোনও অংশে কমেনি। ১০ নভেম্বর থেকে ভিসা লাগবে না থাইল্যান্ডে বেড়াতে গেলে। আগামী বছর মে মাস পর্যন্ত এটা চলবে। পর্যটনের বিকাশের জন্য এটা থাকবে। সীমিত সময়ের জন্য় এই ব্যবস্থা থাকবে থাইল্যান্ডে। 

এদিকে প্রতি বছরই ভারত থেকে প্রচুর পর্যটক থাইল্যান্ডে যান। থাইল্যান্ডের প্রমোদ পর্যটনের প্রতি ভারতবাসীর আলাদা টান। এদিকে থাইল্যান্ড বেড়াতে গেলে ভিসার প্রয়োজন না থাকায় নতুন করে সুযোগ বাড়ছে। 

এদিকে বিমান সংস্থাগুলোও যাত্রী টানতে নানা উদ্যোগ নিচ্ছে। সব মিলিয়ে মূলত চারটি বিমান সংস্থা এনিয়ে উদ্যোগ নিচ্ছে। এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, ইন্ডিগো আর স্পাইস জেট এই নয়া ব্যবস্থার আয়োজন করছে। আর থাইল্যান্ডের দিক থেকে থাই সাইড, থাই এয়ারওয়েজ, থাই লায়ন এয়ার, নক এয়ার, থাই এয়ার এশিয়া চলাচল করবে ভারতের দিকে। অন্যদিকে ভুটান থেকেও একাধিক বিমান সংস্থা থাইল্যান্ডের দিকে বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। 

ওএজি এভিয়েশনের পক্ষ থেকে তথ্য় হাজির করা হয়েছে, বিমান সংস্থার পক্ষ থেকে সপ্তাহে ২৬৫টি বিমান দুই শহরের মধ্য়ে চলাচল করে।ভারত থেকে থাইল্যান্ডের তিন বিমানবন্দরের মধ্য়ে সংযোগ রয়েছে। ব্যাঙ্কক, সুবর্ণভূমি ও ডন মুয়েঙ্গ এই তিন বিমানবন্দরের মধ্যে যোগাযোগ থাকবে। 

দিল্লি, মুম্বই,  আবেদাবাদ, ভুবনেশ্বর, বেঙ্গালুরু, কলকাতা, গয়া, হায়দরাবাদ, বাগডোগরা, চেন্নাই, লখনউ, কোচি, জয়পুরের মধ্য়ে এই নন স্টপ বিমান চলবে। দিল্লিতে ৭১টি করে সাপ্তাহিক ফ্লাইট চালানো হবে। ব্যাঙ্কক-স্বর্ণভূমিতে ৬৪টি বিমান, ৭টা ফুকেট, মুম্বই থেকে ৬০টি, ব্যাঙ্কক-স্বর্ণভূমি থেকে ৪৬টি, ফুকেট পর্যন্ত ৭টি, ব্যাঙ্কক-ডন মুইয়েং পর্যন্ত ৭টি ফ্লাইট। কলকাতা থেকে সব মিলিয়ে ৪৬টি ফ্লাইট প্রতি সপ্তাহে। ৩৯টি ফ্লাইট ব্যাঙ্কক  ও স্বর্ণভূমি পর্যন্ত, ৭টা ব্যাঙ্কক -ডন মুয়েঙ্গ পর্যন্ত। 

আসলে ভিসা ফ্রি করে দেওয়ার পর থেকেই থাইল্যান্ড ভ্রমণের প্রতি ভারতবাসীর টান যেন একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে। ভিসা ফ্রি এই ব্যবস্থার জেরে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। এর মাধ্যমে যাদের ভিসা নেই তারাও বড় সুবিধা পাবেন। 

সাপ্তাহিক ফ্লাইটের তালিকাটা দেখুন।

ফুকেট -দিল্লি-ইন্ডিগো- ৭টা

ফুকেট-মুম্বই- ইন্ডিগো-৭টা

ব্যাঙ্কক স্বর্ণভূমি-আমেদাবাদ- থাইএয়ারওয়েজ-৭টা

ব্যাঙ্কক স্বর্ণভূমি-ভূুবনেশ্বর- ইন্ডিগো- ২টা

ব্যাঙ্কক স্বর্ণভূমি-বেঙ্গালুরু- থাইএয়ারওয়েজ, ইন্ডিগো-১৪টা

ব্যাঙ্কক স্বর্ণভূমি-মুম্বই- থাইএয়ারওয়েজ, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা-৪৬টা

ব্যাঙ্কক স্বর্ণভূমি-কলকাতা- থাইএয়ারওয়েজ এয়ার ইন্ডিয়া, ভুটান এয়ারলাইন্স ইন্ডিগো, স্পাইস জেট-৩৯টা

ব্যাঙ্কক স্বর্ণভূমি-গয়া- থাই স্মাইল-৭টা

ব্যাঙ্কক স্বর্ণভূমি-হায়দরাবাদ- থাইএয়ারওয়েজ-৭টা

ব্যাঙ্কক স্বর্ণভূমি-বাগডোগরা- ড্রুক এয়ার-২টো

ব্যাঙ্কক স্বর্ণভূমি-চেন্নাই- থাইএয়ারওয়েজ-৭টা

এছাড়াও ব্যাঙ্কত ডন মুয়েয়াঙ্গ থেকেও মুম্বই, আমেদাবাদ, জয়পুর,কোচি,লখনউ, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই. গয়া, কলকাতার সঙ্গে বিমান যোগাযোগ থাকছে।