Narayan Goswami: কালীঘাটের দুর্গা একাই একশ, জানুয়ারিতে বুঝতে পারবেন, বিরোধীদের হুঁশিয়ারি TMC MLAর

এবার বিরোধীদের উদ্দেশে হুমকি দেওয়ার অভিযোগ উঠল অশোকনগরের তৃণমূল বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে। শনিবার অশোকনগর বিধানসভার বিজয়া সম্মিলনীতে যোগদান করে বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জানুয়ারি থেকে বুঝতে পারবেন।

এদিন নারায়ণবাবু বলেন, ‘কত ধরবেন ধরুন। বাংলার তৃণমূলের সব MLAদের ঢুকিয়ে দিন। বাংলার তৃণমূলের সব সাংসদদের ভিতরে ঢুকিয়ে দিন। আমার কালীঘাটের একা দুর্গা একাই একশ। ৪২-এ ৪২ বুঝে নেবে। শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষ। জানুয়ারি থেকে বুঝতে পারবেন’।

প্রতিক্রিয়ায় বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘তৃণমূলের কোনও নেতার আর কোনও গ্রহণযোগ্যতা জনমানসে নেই। তাই তাঁরা কী বললেন তাতে কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেসের নেতারা নানা কথা বলে কালীঘাটের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। নারায়ণবাবুর লোকসভার টিকিটের লোভ আছে হয়তো। তাই এসব বলছেন। বাংলার মানুষের কাছে তৃণমূল একটি পরীক্ষিত দল। গত ১২ বছর ধরে মানুষ জীবন, যৌবন দিয়ে তৃণমূলকে পরীক্ষা করেছে। এদের দুর্নীতির বহর তারা দেখে ফেলেছেন। তৃণমূল কংগ্রেস এখন একটা প্রত্যাখ্যাত ও পরিত্যক্ত দল।’