‘কৃষ্ণই ধ্বংস করবেন!’ শিশিরের সম্পতি নিয়ে প্রশ্ন তোলায় কুণালকে বার্তা শুভেন্দুর

এক বছরে কাঁথির ‘তৃণমূল’ সাংসদ শিশির অধিকারীর ১০ কোটি টাকার সম্পত্তি বৃদ্ধি হয়েছে। কী এই বৃদ্ধি তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি দাবি করেছিলেন, এই নিয়ে মুখ খুলুন শিশির অধিকারী।

কাঁথির সাংসদ এ নিয়ে সরাসরি কিছু না বললেও। মুখ খুলেছেন তাঁর ছেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠান থেকে তিনি বলেন,’শিশির অধিকারী একজন লেজেন্ড। তাঁর বিরুদ্ধে যাঁরা আঙুল তুলবে তাঁরা ধ্বংস হয়ে যাবে।’ কে ধ্বংস করবেন তাও তিনি জানিয়েছেন। শুভেন্দুর কথায়, ‘কাউকে তাঁকে ধ্বংস করতে হবে না। শ্রীকৃষ্ণই তাঁকে ধ্বংস করবেন।’

নির্বাচন কমিশন ও ভারত সরকারকে দেওয়া তথ্য তুলে ধরে কুণাল প্রশ্ন করেন ,’ওয়েব সাইট থেকে পাওয়া পরিসংখ্যান সত্য না ভুল? ১০ লক্ষ টাকা কী করে ১০ কোটি টাকা হল? কী ভাবে ১০ কোটি কমে আবার তিন কোটিতে এল? এটা কি জাদু? সত্য না হলে শিশিরবাবু মুখ খুলুন।’

কুণাল বলেন, এই তথ্য নিয়ে তিনি ইডি, সিবিআই এবং প্রধানমন্ত্রীর দফতরে চিঠি লিখবেন। তিনি অধিকারী পরিবারের যৌথ সম্পতি প্রকাশ্যে আনার দাবি তোলেন।

এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে সংবাদমাধ্যমে শিশির অধিকারী বলেন, ‘এক জন জেলা খাটা আসামীর প্রশ্নের আমি কোনও উত্তর দিই না। কারও যদি কিছু জানতে চাওয়ার হয়, তবে সে আয়কর দফতরে গিয়ে জানতে পারে।’

শুভেন্দু এদিন বিজয়া সম্মেলন থেকে কুণালকে বেনজির ভাষায় আক্রমণ করে বলেন, ‘কে মন্তব্য করেছে? আমি ওঁর কথার উত্তর দিইনা। ও একটা নেড়ি। রাস্তায় ঘুরে বেড়ায়। জেল থেকে ছাড়া পাওয়ার পর ঘেউ ঘেউ করছে। ভাইপো এই সব বলার জন্য মাসে তিন লাখ দিয়ে থাকে, তাই এই সব বলছে।’

এই প্রসঙ্গে সিপিএমের সুজন চক্রবর্তী বলেন, ‘ যে সময় শিশির অধিকারীর সম্পতি এক লাফে ১০ কোটি হয় সেই সময় তিনি তৃণমূলের নেতা এবং মন্ত্রী ছিলেন। পার্থ, বালুর মতো ওর সম্পতিও বৃদ্ধি হয়েছে অনুপ্রেরণায়। ‘

প্রসঙ্গত, দিন কয়েক আগেই এক সাংবাদিক বৈঠকে নাম না করে শুভেন্দু অধিকারী সম্পত্তি বৃদ্ধি নিয়ে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছিলে মুখ্যমন্ত্রী। তিনি বলেন,’কেঁচো খুঁড়তে গেলে কেউটে বের হবে ‘। তাঁর প্রশ্ন ছিল, মন্ত্রী থাকার পর হলদিয়া ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসেবে কোন জমি, কত টাকায় বিক্রি করছেন? তিনি আরও বলেন, ‘কারও কারও ৬০-৭০টা বড় বড় ট্রলার আছে। কত বেনামি বাড়ি আছে, কত পেট্রল পাম্প আছে, কত কোটি কোটি টাকা আছে!’ সেইসব হিসেব বের করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মুখ্যমন্ত্রীর এই বার্তার পরই নিজের আয়কর রিটার্নের হিসেব দিয়ে পালটা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শুভেন্দু অধিকারী। এরই মধ্যে শিশির অধিকারীর আয় নিয়ে তথ্য প্রকাশ করে চাঞ্চল্য তুলল তৃণমূল। আগামী দিন আরও কারও সম্পতি তথ্য প্রকাশ করবে ঘাস ফুল শিবির সেটাই দেখার।