ম্যাথুজের আউট নিয়ে সাকিব, ‘যুদ্ধে ছিলাম, যা দরকার করেছি’

বিশ্বকাপে দিল্লিতে সোমবার বিরল এক আউটের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজ। সাকিবের ভূমিকা নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা হচ্ছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব অবশ্য জানিয়েছেন, সঠিক কাজটাই করেছেন তিনি।

অ্যাঞ্জেলো ম্যাথুজের আউট নিয়ে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক সাকিব বলেছেন, ‘আমার মনে হয়েছে আমি যুদ্ধে ছিলাম, যেটা করার দরকার ছিল, সেটা করেছি।’ 

৪১ রানে সামারাবিক্রমাকে আউট করে ৬৩ রানের জুটিটি ভেঙেছেন সাকিব। এরপরই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো টাইমড আউটের ঘটনাটি ঘটে। নতুন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ টাইমড আউট হন। ম্যাথুজ নির্দিষ্ট সময়ে মাঠে প্রবেশ করলেও বলের মুখোমুখি হতে দেরি করায় তাকে আউট দেন আম্পায়ার। যদিও সাকিবের আবেদনের পরিপ্রেক্ষিতেই আম্পায়াররা এমন সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছেন।

ঘটনার বর্ণনা দিয়ে সাকিব বলেছেন, ‘একজন ফিল্ডার আমাকে এসে বলে এটা যদি আবেদন করা হয় তাহলে সে আউট হবে। আম্পায়ার আমাকে জিজ্ঞেস করে, সিরিয়াস কিনা।  এটা আইনে আছে, আমি জানি না এটা সঠিক নাকি ভুল।’

এদিকে ম্যাথুজের হেলমেট সমস্যার কারণে দেরি হলেও ফোর্থ আম্পায়ার হোল্ডস্টক জানিয়েছেন, হেলমেটের সমস্যা দেখা দেওয়ার আগেই দুই মিনিট পার হয়ে যায় ম্যাথুজের,  ‘টিভি আম্পায়ার এই দুই মিনিট সময়ের খেয়াল রাখেন এবং তা মাঠের আম্পায়ারদের জানান। এই ঘটনায় (হেলমেটের সমস্যা) স্ট্র্যাপ নিয়ে সমস্যায় পড়ার আগেই দুই মিনিট পেরিয়ে গিয়েছিল এবং ব্যাটসম্যান বল খেলার জন্য প্রস্তুত ছিল না।’

আইসিসির নিয়ম ও বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুসারে, কোনও ব্যাটার আউট হওয়ার পর কিংবা অবসরে যাওয়ার পর দুই মিনিটের মধ্যে নতুন ব্যাটারকে বা ক্রিজে থাকা অন্য ব্যাটারকে বলের মুখোমুখি হওয়ার জন্য তৈরি থাকতে হবে। যদি এই শর্ত পূরণ না হয়, সেক্ষেত্রে তিনি ‘টাইমড আউট’ ঘোষিত হবেন। ম্যাথুজ ২ মিনিটের মধ্যে উইকেটে এলেও বল খেলতে পারেননি। এটা বুঝতে পেরে সাকিব আবেদন করেছেন। পরে আম্পায়ারও আউট দিয়েছেন।