Adani-Wilmar: উইলমারের সঙ্গে যৌথ কারবারে ইতি টানতে পারে আদানি, বেচতে পারে বিরাট শেয়ার: Report

গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপ এবার আদানি ইউলমার লিমিটেডের হাত ছেড়ে দিতে যাচ্ছে বলে খবর। সোমবার ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, আদানি গ্রুপ এবার আদানি উইলমার লিমিটেডে থাকা তাদের ৪৩.৯৭ শতাংশ অংশীদারিত্বের পুরোটাই বিক্রি করে দিতে চাইছে। প্রসঙ্গত ভারতের অনেকেই আদানি উইলমার লিমিটেডের ভোজ্য তেলের উপর নির্ভরশীল। বলা ভালো ভারতের ভোজ্য তেলের বাজারের একটা বড় অংশ আদানি উইলমারের উপর নির্ভরশীল। সব মিলিয়ে এই শেয়ারের জন্য আদানি ২০,০০০-২৫,০০০ কোটি চেয়েছে বলে খবর।  

  সূত্রের খবর, উইলমার লিমিটেডের সঙ্গে গাঁটছড়ার বন্ধন ছিন্ন করার পর অন্য ব্যবসায় মন দেবে আদানি গোষ্ঠী। মূলত পরিকাঠামো উন্নয়নের মতো কাজে আদানি গোষ্ঠী হাত দিতে পারে মনে করা হচ্ছে। 

একাধিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হওয়ার পর থেকেই নন কোর ব্যবসাগুলো থেকে বেরিয়ে আসতে চাইছে আদানি গোষ্ঠী। 

এদিকে সূত্রের খবর, পর পর দুটি কোয়ার্টারে ক্ষতির মুখে পড়েছিল কোম্পানি। গত সপ্তাহের রিপোর্ট বলছে, জুলাই-সেপ্টেম্বর এই কোয়ার্টারের মধ্য়ে ১৩০.৭৩ কোটির লোকসান হয়েছিল। 

সংবাদপত্রের রিপোর্ট বলছে, আদানি গ্রুপ মাস খানেকের মধ্য়েই আদানি উইলমারের সঙ্গে ব্যবসায়ীক সম্পর্ক ছিন্ন করতে পারে। অর্থাৎ তাদের যৌথ কারবারে ইতি পড়তে পারে মাস খানেকের মধ্য়েই। 

এদিকে এই বছরের গোড়ার দিকেই শোনা গিয়েছিল আদানি উইলমারে থাকা নিজেদের অংশ বেচে দিতে চাইছে আদানি গোষ্ঠী। প্রসঙ্গত বন্দর থেকে শক্তি সম্পদ সর্বক্ষেত্রেই বিচরণ এই আদানি গোষ্ঠীর। 

তবে মিন্টের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, আদানি উইলমারের সঙ্গে যৌথ কারবার ছেড়ে দিতে পারে এমনটা সরাসরি স্বীকার করতে চায়নি আদানি এন্টারপ্রাইজ। আদানি এন্টারপ্রাইজের পক্ষ থেকে বলা হয়েছিল আমরা ব্যাপারটা পরিষ্কার করে বলতে চাই যে মিডিয়া রিপোর্টের সঙ্গে সম্পর্কিত তেমন কোনও ঘটনা হয়নি। 

তবে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যেই উইলমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে পারে। প্রসঙ্গত অনেকেই ফরচুন তেল খান। এই ফরচুন তেল সহ বিভিন্ন ধরনের প্যাকেটজাত মশলা সবই আদানি উইলমারের তৈরি। তবে আদানি উইলমারের ম্যানেজিং ডিরেক্টর অংশু মালিক কোম্পানি ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী।