Bharat Brand: সস্তায় কিনুন ভারত ব্র্যান্ডের আটা, পেঁয়াজ, ডাল, কোথায় পাবেন এসব সরকারি জিনিস?

জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে কার্যত কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় সরকার। সামনেই লোকসভা ভোট। তার আগে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে না বাড়ে সেকারণে সব চেষ্টা করছে বিজেপি সরকার। সোমবার এনিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্য। তিনি লিখেছেন, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবার যথাযথ দামে মিলবে। উদাহরণ স্বরূপ ভারত আটা ২৭.৫০ টাকা প্রতি কেজি। গরিব মানুষকে স্বস্তি দিতে বড় উদ্যোগ। মরশুমি দাম বৃদ্ধির হাত থেকে মধ্য়বিত্তকে রক্ষার জন্য বড় প্রয়াস। এরপর একটি ছবি দেওয়া হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে। তাতে ভারত ব্র্যান্ডের আটা, ডাল, পেঁয়াজের দাম উল্লেখ করা রয়েছে।

এদিকে সূত্রের খবর ভারত ব্র্যান্ডের আটার স্টক আরও বৃদ্ধি করা হচ্ছে। অন্তত ১০০টি মোবাইল ভ্যানে এই আটা বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ভাণ্ডারের আউটলেটেও এই ধরনের কম দামে আটা মিলবে। সরকার নির্ধারিত এই আটার দাম ২৭.৫০ টাকা প্রতি কেজি। এদিকে সোমবার জাতীয়স্তরে আটার গড় দাম রয়েছে ৩৫.৯৩ টাকা কেজি।

 

অন্যদিকে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযুষ গোয়েল ইতিমধ্য়েই জানিয়েছেন, সাধারণ ক্রেতাদের স্বার্থে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত ব্র্যান্ডের আটার সরবরাহ বৃদ্ধি করা হবে। এর মাধ্যম দাম নিয়ন্ত্রণ করা যাবে।

অন্যদিকে কেন্দ্রীয় ভাণ্ডারে ভারত ডাল বিক্রি হচ্ছে ৬০ টাকা প্রতি কেজি। NAFED, NCCF এর উদ্যোগে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারত ব্র্যান্ড আটা বিভিন্ন মোবাইল ভ্যানে মিলবে। এই প্রক্রিয়ার মাধ্যমে আটা, ডালের মতো সামগ্রীর দাম নিয়ন্ত্রণ করা যাবে।

এদিকে খোলা বাজারে পেঁয়াজে হাত দেওয়া যাচ্ছে না। হু হু করে দাম বাড়ছে। কলকাতার একাধিক বাজারে সোমবার ৭০-৮০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। দামে কোথাও কোনও লাগাম নেই। সামনেই কালী পুজো, ভাই ফোঁটা। তার আগে পেঁয়াজের দাম আকাশছোঁয়া। কীভাবে কিনবেন বুঝতে পারছেন না মধ্য়বিত্ত। তবে ভারত ব্র্যান্ড পেঁয়াজের দাম ২৫ টাকা প্রতি কেজি।