E Double-Decker Bus: ই-ডবল ডেকার বাস আসছে গোটা দেশজুড়ে, ফাটাফাটি দেখতে, চাপলেই মন ভালো হয়ে যাবে…

মনোজ শর্মা

ডবল ডেকার বাসের সঙ্গে অনেকেরই অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। কিন্তু ধীরে ধীরে দেশের বিভিন্ন বড় শহর থেকে ধাপে ধাপে উঠে যায় ডবল ডেকার বাস। তবে কলকাতা ও হায়দরাবাদে ধাপে ধাপে এই ডবল ডেকার বাস ফিরতে শুরু করেছে। এবার সেই ডবল ডেকার বাস ফিরবে মুম্বইতেও। 

আসলে একটা সময় রাস্তায় তীব্র যানজট, চালানোর জন্য জ্বালানির খরচ  বেশি সহ নানা কারণে বহু শহর থেকে উঠে যেতে থাকে এই ডবল ডেকার বাস। তবে এবার নতুন ঝকঝকে আধুনিক ইলেকট্রিক ডবল ডেকার বাস ফিরছে দেশের একাধিক শহরে। আমেদাবাদ ও বেঙ্গালুরুতেও এই ডবল ডেকার বাস, ই বাস হিসাবে ফিরছে। তিরুপতির মতো ছোট শহরেও ফেরানোর চেষ্টা করা হচ্ছে ডবল ডেকারের মায়াকে। 

হায়দরাবাদ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটির মেট্রোপলিটান  কমিশনার অরবিন্দ কুমার জানিয়েছেন, ডবল ডেকার বাস ফেরানো নিয়ে বহু অনুরোধ আমরা সোশ্য়াল মিডিয়ায় পেয়েছি। সেকারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইলেকট্রিক বাস হিসাবে সেগুলিকে ফেরানো হবে। বর্তমানে শহরে ৬টি ডবল ডেকার বাস রয়েছে। আরও ২৫টি ডবল ডেকার বাসের অর্ডার দেওয়া হয়েছে। 

১৯৩৭ সাল থেকে মুম্বইতে চলত ডবল ডেকার। সেই লাল ডবল ডেকার আজও মুম্বইয়ের পরিচিতি। তবে গত মাসে শেষ ডিজেল চালিত ডবল ডেকারকে বিদায় জানিয়েছিল মুম্বই। তবে তারপর থেকে সোস্যাল মিডিয়ায় এনিয়ে নাা লেখালেখি চলতে থাকে। এরপর আর ঝুঁকি নেয়নি কর্তৃপক্ষ। 

মুম্বইতে ৯০০ ই ডবল ডেকার বাসের অর্ডার দেওয়া হয়েছে। বৃহনমুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট আন্ডারটেকিংয়ের জিএম বিজয় সিংহল জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্য়েই আরও ই ডবল ডেকার বাস আসছে। এটা মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। 

বেঙ্গালুরু মেট্রোপলিটান ট্রান্সপোর্ট কর্পোরেশনের এমডি সত্যবাথী জি জানিয়েছেন, ১০টি ই ডবল ডেকার বাস আনার ব্যাপারে পরিকল্পনা নিয়েছি। যে রুটগুলিতে এই বাসগুলি চালানো যাবে সেটা দেখা হচ্ছে। তিনি জানিয়েছেন, এই বাসগুলি ফেরানোর একটা বড় কারণ হল নস্টালজিয়া। প্রথমে দশটি ই ডবল ডেকার বাস দিয়ে পরীক্ষা করে দেখা হবে। এরপর ধাপে ধাপে এই ডবল ডেকার বাসের সংখ্য়া বৃদ্ধি করা হবে। 

এদিকে বেঙ্গালুরুর এক বাসিন্দা বলেন, ৮০র দশকে শিবাজিনগর থেকে উলসুর পর্যন্ত ডবল ডেকার বাসে যাওয়ার সেই স্মৃতি জীবনে ভুলব না।