Israel-Hamas Conflict: ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা হল মোদীর, ইজরায়েল-হামাস যুদ্ধের কথাও উঠল

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে। প্রেসিডেন্ট অফ ইসলামিক রিপাবলিক অফ ইরান এইচ ই ডঃ সৈয়দ ইব্রাহিম রৈসির সঙ্গে ফোনে কথা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কী কথা হল তাঁদের মধ্য়ে?

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, পশ্চিম এশিয়া ও ইজরায়েল- হামাস যুদ্ধ সংক্রান্ত কঠিন পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্য়ে বার্তা বিনিময় হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী জঙ্গি হামলা, হিংসা, সাধারণ মানুষের মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ইজরায়েল-প্য়ালেস্তাইন ইস্যু নিয়ে ভারতের দীর্ঘদিনের অবস্থানকে তুলে ধরেন তিনি। প্রেসিডেন্ট রইসি গোটা পরিস্থিতি সম্পর্কে তাঁর মূল্যায়ণকে তুলে ধরেন। উভয় নেতাই মানবিক সহায়তার হাতকে সম্প্রসারিত করা, দ্রুত ওই এলাকায় শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনার ব্যাপারে তাঁরা কথাবার্তা বলেন।

 

উভয় নেতৃত্বই দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি পর্যালোচনা করা ও ইতিবাচক দিক থেকে পরিস্থিতির মূল্যায়ণ নিয়ে আলোচনা করেন। ইরানের ছাবাহার বন্দর নিয়েও তাঁদের মধ্যে কথাবার্তা হয়েছে। উভয় পক্ষই পরস্পরের মধ্য়ে যোগাযোগ রেখে আঞ্চলিক শান্তি, সুরক্ষা ও স্থিতাবস্থার স্বপক্ষে রাজি হয়েছেন।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তবে তাৎপর্যপূর্ণভাবে ইজরায়েল -হামাস যুদ্ধের প্রসঙ্গও এল তাঁদের কথাবার্তার মধ্য়ে। এমনকী জঙ্গি হামলা, হিংসা, সাধারণ মানুষের মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। ইজরায়েল-প্য়ালেস্তাইন ইস্যু নিয়ে ভারতের দীর্ঘদিনের অবস্থানকে তুলে ধরেন তিনি।

ইজরায়েল হামাস যুদ্ধে ইতিমধ্য়েই গোটা বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। সেই প্রসঙ্গেও কথা ভারত ও ইরানের মধ্য়ে।