Jyotipriya Mullick: আদালতে জামিনের আবেদনই করলেন না জ্যোতিপ্রিয়, আরও ৭ দিনের জন্য হেফাজতে চাইল ED

‘মুক্ত হব’ বলে সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেও আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনই করলেন না তাঁর আইনজীবীরা। ওদিকে রেশন দুর্নীতিতে গ্রেফতার মন্ত্রীকে আরও ৭ দিন হেফাজতে চেয়ে আবেদন করল ইডি। সোমবার জ্যোতিপ্রিয়কে আদালতে পেশ করে ইডি। সওয়াল জবাবের পর রায়দান স্থগিত রখেছেন বিশেষ PLMA আদালতের বিচারক।

সোমবার সকালে স্বাস্থ্য পরীক্ষার পর দুপুরে জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে পেশ করে ইডি। শুনানি শুরু হলে দেখা যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীরা তাঁর জামিনের আবেদনই করেননি। গ্রেফতারির পর গত ২৭ অক্টোবরও জামিনের আবেদন করেননি জ্যোতিপ্রিয়। তবে জ্যোতিপ্রিয়র আইনজীবীরা তাঁর স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে সঠিক চিকিৎসা নিশ্চিত করার আবেদন জানান। এরই মধ্যে জ্যোতিপ্রিয় উঠে দাঁড়িয়ে বলেন, তাঁর জন্য কম্যান্ড হাসপাতালকে যে মেডিক্যাল বোর্ড গঠন করতে বলা হয়েছিল তা করা হয়নি। জবাবে ইডির আইনজীবী জানান, এই তথ্য সঠিক নয়। মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে। বালুর আইনজীবীরা আরও বলেন, তাঁকে রাজনৈতিক ভাবে ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে।

পালটা ইডির আইনজীবী জ্যোতিপ্রিয়র স্বাস্থ্যের একটি রিপোর্ট আদালতে জমা দেন ইডির আইনজীবী। সঙ্গে বলেন, জ্যোতিপ্রিয়কে ১০ দিনের জন্য হেফাজতে পাঠিয়েছিল আদালত। তার মধ্যে ৭ দিন তিনি হাসপাতালে ছিলেন। ফলে মাত্র ৭ দিন জিজ্ঞাসাবাদ করতে পেরেছেন তদন্তকারীরা। তাই তাঁকে আরও ৭ দিনের জন্য হেফাজতে নেওয়া প্রয়োজন। ইডির তরফে জানানো হয়েছে, গত ১ সপ্তাহে অনেক নতুন তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। সেই সব তথ্য যাচাই করা দরকার। দুপক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখেন বিচারক।