Statement about Atomic Bomb on Gaza: গাজায় পরমাণু বোমা ফেলার পক্ষে সওয়াল ইজরায়েলি মন্ত্রীর, কী বললেন নেতানিয়াহু?

গত প্রায় একমাস ধরে হামাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত ইজরায়েল। ৭ অক্টোবর হামাসের সশস্ত্র জঙ্গিরা দক্ষিণ ইজরায়েলে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছিল। সেই হামলায় প্রাণ গিয়েছিল প্রায় ১৩০০ ইজরায়েলির। অনেক বিদেশি নাগরিকেরও মৃত্যু হয়েছিল হামাসের হামলায়। অনেককে অপহরণ করেও নিয়ে গিয়েছিল হামাস। জবাবে গাজায় পালটা হামলা চালিয়েছে ইজরায়েল। সেখানে মারা যাচ্ছে বহু সাধারণ মানুষ। এই আবহে মুসলিম বিশ্বে সমালোচনা হচ্ছে ইজরায়েলের। আর এসবের মাঝে ইজরায়েলের এক মন্ত্রীর মন্তব্যে তৈরি হল বড় বিতর্ক। সম্প্রতি ইজরায়েলের সংস্কৃতি মন্ত্রী আমিহাই এলিয়াহুকে প্রশ্ন করা হয়েছিল, গাজা ভূখণ্ডে কি ইজরায়েল পরমাণু বোমা ফেলতে পারে? জবাবে তিনি বলেন, ‘এটা সম্ভব’। আর তাঁর এহেন মন্তব্যে বিতর্কের ঝড় তৈরি হয়েছে।

এদিকে পরমাণু বোমা নিয়ে এহেন মন্তব্য করায় মন্ত্রিসভা থেকে আপাতত সাসপেন্ড করা হয়েছে আমিহাইকে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতরের তরফ থেকে জানানো হয়েছে, পরবর্তী কোনও নোটিশ পর্যন্ত মন্ত্রিসভার কোনও বৈঠকে যোগ দিতে পারবেন না আমিহাই। এদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই নিয়ে এক সংক্ষিপ্ত বিবৃতিতে নেতানিয়াহুর অফিস বলে, ‘মন্ত্রী আমিহাই ইলিয়াহুর বক্তব্যের কোনও বাস্তব ভিত্তি নেই। ইজরায়েল এবং আইডিএফ নিরপরাধদের ক্ষতি এড়িয়ে লড়ছে। আন্তর্জাতিক আইনের প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়েই কাজ করছে ইজরায়েল। আমরা যতদিন না জিতছি, ততদিন এভাবেই কাজ চালিয়ে যাব আমরা’।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাসের বন্দুকবাজরা। এই হামলায় অন্তত ১৩০০ জন ইজরায়েলি এবং বহু বিদেশি মারা যান। প্রায় ২০০ জনের মতো ইজরায়েলিকে অপহরণ করে গাজা ভূখণ্ডে নিয়ে যায় হামাসের জঙ্গিরা। অপহৃতদের মধ্যে বেশিরভাগই নারী। এমনকী বহু শিশুকেও অপহরণ করে নিয়ে গিয়েছে হামাস। হামাসের নৃশংস কাণ্ডকারখানার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই আবহে ইজরায়েলের তরফে গাজায় অনবরত হামলা চালানো হচ্ছে। হামাসের সশস্ত্র গোষ্ঠীকে খতম করতে আকাশপথে বিগত বেশ কয়েকদিন ধরেই হামলা চালানো হচ্ছে। আর এই আবহে গাজা ভূখণ্ডে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সেখানকার কবরস্থানগুলিতে আর জায়গা নেই। গাজার অনেক জায়গাতেই গণকবর খোঁড়া হচ্ছে। এই আবহে দেহ সংরক্ষণ করতে আইসক্রিম ট্রাক ব্যবহার করা হচ্ছে। এদিকে গাজায় হামাসের বিরুদ্ধে লড়তে গিয়ে প্রাণ হারাচ্ছেন ইজরায়েলেরও অনেক সেনার। এই আবহে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।