Uber Driver’s Income: উবার চালকের আয় বছরে ২৩ লাখ, বিশেষ কৌশলে বিপুল ইনকাম, জানলে চমকে যাবেন

বয়স ৭০ বছর। অবসরের পরে তিনি উবার চালকের পেশা বেছে নিয়েছেন। আর তাঁর আয় শুনলে চমকে যাবেন। ২০২২ সালে তিনি প্রায় ২৩,৩ লাখ টাকা আয় করেছেন। তবে গাড়ি চালিয়ে ন, প্রায় ১৫০০টি ট্রিপ বাতিল করে তার আয় এই বিপুল টাকা। বলা হচ্ছে তিনি উবার বুকিংয়ের মাত্র ১০ শতাংশ গ্রহণ করেন। বাকি ৩০ শতাংশের বেশি রাইড তিনি ক্যানসেল করে দেন। কিন্তু রাইড ক্যানসেল করে কীভাবে তিনি বিপুল টাকা ইনকাম করেন?

আসলে তিনি অত্যন্ত কৌশলে টাকা আয় করেন। আগে ওই ব্যক্তি সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করতেন। আর বর্তমানে তিনি সপ্তাহে ৩০ ঘণ্টা কাজ করেন। তিনি বিজনেস ইনসাইডারের কাছে তাঁর কৌশলটা জানিয়েছেন, আমি বেশিরভাগ সময়ই রাইডে যেতে চাই না। আসলে ভাড়া যতক্ষণ না বাড়ে ততক্ষণ আমি যাই না।

আয় বৃদ্ধির জন্য তিনি নানা কৌশল অবলম্বন করেন। বেশিরভাগ সময় তিনি বার অথবা বিমানবন্দরের কাছে গিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করেন। শুক্রবার আর শনিবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটে পর্যন্ত তিনি ওই সব জায়গায় অপেক্ষা করেন। যেখানে ওয়ান ওয়ে রাইডস আছে সেগুলিকে তিনি এড়িয়ে চলেন।

একটি ঘটনার কথা বলতে গিয়ে তিনি বলেন, এক যাত্রীকে দুঘণ্টার রাস্তা নিয়ে গিয়েই আমি ২,২৪৬ টাকা পেয়েছি এমন ঘটনাও হয়েছে।

ওই উবার চালক বিল নামেই পরিচিত। তিনি আসলে আমেরিকান। যখন ভাড়া সবথেকে বেশি থাকে তখন তিনি ভাড়া ধরেন। আর বাকি সময়টা খালি ক্যানসেল করতে থাকেন। গত বছর এসব করে তিনি ২৮,০০০ মার্কিন ডলার আয় করেছিলেন। বছর ছয়েক আগে তিনি অবসর নেওয়ার পরে এই পেশায় আসেন। কিন্তু তিনি বেশিরভাগ সময়ই রাইড ক্যানসেল করেন। এটাই তার কায়দা। মানে যে বুকিংয়ে গাড়ি নিয়ে গিয়ে সবথেকে বেশি লাভ সেটাই ধরেন তিনি। এসব করে তিনি ঘণ্টায় ১৫-২০ মার্কিন ডলার আয়ও করেছেন।

তাঁর টিপস হল ১) বার বা এয়ারপোর্ট এলাকায় গাড়ি নিয়ে থাকুন।

২) শুক্রবার ও শনিবার গভীর রাতের বুকিংগুলো ধরুন।

৩) গিয়ে ফিরে আসতে হবে যাত্রী নিয়ে এমন বুকিংগুলো বেশি ধরুন।

এদিকে বলা হচ্ছে শুধু আমেরিকায় নয়, ভারতের উবার চালকরাও উৎসবের মরশুমে এভাবে ভাড়া ধরে বিরাট টাকা আয় করতে পারেন।