World Cup 2023 Indian Bowlers Individual Standings In Highest Wicket Takers List

কলকাতা : ‘জসপ্রীত বুমরাহ ভারতের হয়ে উইকেট নেবে। বুমারহ না পারলে মহম্মদ সিরাজ। সিরাজ না পারলে মহম্মদ শামি। শামি না পারলে কুলদীপ যাদব। কুলদীপ ব্যর্থ হলে রবীন্দ্র জাদেজা। চুম্বকে এটাই ভারতের দুরন্ত বোলিং ইউনিট।’ চলতি বিশ্বকাপে (World Cup 2023) ভারতীয় বোলাররা ঠিক কেমন ছন্দে রয়েছেন, সেটা বুঝতে প্রাক্তন ইংল্যান্ডের অধিনায়ক মাইকেল ভনের এই পর্যবেক্ষণই যথেষ্ট। সোজা ভাষায় বললে, আগুনে ছন্দে রয়েছে ভারতীয় বোলিং বিভাগ। কোনও না কোনও বোলার নিজের দিনে একা হাতেই ছারখার করে দিচ্ছেন প্রতিপক্ষদের। আর যার ভরে বিশ্বকাপে তরতরিয়ে এগিয়ে চলছে ভারতের জয়রথ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সের স্পিন সহায়ক উইকেটে জ্বলে উঠেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ৯ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৩৩ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়েছেন জাড্ডু। মূলত তাঁর বোলিং বিক্রমেই মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। ২৪৩ রানের বিশাল ব্যবধানে জেতে ভারত। একদিনের ক্রিকেটে দুই দেশের লড়াইয়ে যা ভারতের সবথেকে বড় জয়। ইতিহাসের পাতা ভরানোর পাশাপাশি ভারতীয় বোলাররা যেমন দলকে এগিয়ে নিয়ে চলেছেন, তেমনই প্রায় প্রত্যেকেই প্রবলভাবে রয়েছেন, সর্বাধিক উইকেট শিকারি হয়ে ওঠার দৌড়ে।

৫ উইকেট নিয়ে যেমন চলতি বিশ্বকাপে মোট ১৪ শিকার করে ফেলেছেন রবীন্দ্র জাদেজা। চলতি বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় এই মুহূর্তে যার ফলে ৯ নম্বরে পৌঁছে গিয়েছেন জাড্ডু। যে তালিকাতে চার ও ছয় নম্বরে রয়েছেন যথাক্রমে মহম্মদ শামি (Mohammad Shami) ও জসপ্রীত বুমরাহ। প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচে জোড়া উইকেট নিয়েছেন শামি। যার ফলে চলতি ক্রিকেট বিশ্বযুদ্ধে সবমিলিয়ে মোট ১৬ উইকেট হয়ে গিয়েছে ভারতীয় পেসারের। বর্তমানে বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায়, ভারতীয়দের মধ্যে সবার থেকে এগিয়ে তিনিই।

শামির ঠিক পরেই ভারতীয়দের মধ্যে দ্বিতীয় ও তালিকায় ছয় নম্বরে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। বুম বুমের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে মোট ১৫ উইকেট। প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচে জোড়া উইকেট তুলে নিয়েছেন কুলদীপ যাদবও (Kuldeep Yadav)। ঝুলিতে মোট ১২ উইকেট নিয়ে তালিকায় বর্তমানে ১৩ নম্বরে ভারতীয় স্পিনার। আর এখনও পর্যন্ত বিশ্বকাপে ১০ জন ব্যাটারকে প্যাভিলিয়ানে পাঠিয়ে তালিকার ২০ নম্বরে মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।

আরও পড়ুন- বার্থডে সেঞ্চুরি, জন্মদিনের বিশেষ নজিরেও সচিনকে ছুঁলেন বিরাট, তালিকায় আর কারা ?