দলীয় কর্মীদের আত্মসমীক্ষার বার্তা দিয়ে বালুর পাশেই দাঁড়ালেন সৌগত রায়

জ্যোতিপ্রিয়র গ্রেফতারিতে দলীয় কর্মীদের আত্মসমালোচনার বার্তা দিয়েও গ্রেফতার মন্ত্রীর পাশেই দাঁড়ালেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। মঙ্গলবার বিকেলে বেলঘরিয়ায় তৃণমূলের এক বিজয়া সম্মিলনীতে তিনি বলেন, আমাদের দেখতে হবে আমাদের আচরণে মানুষ যেন দুঃখ না পায়। সঙ্গে এও মনে করিয়ে দেন, দলের নির্দেশে জ্যোতিপ্রিয়র পাশে আছেন তিনিও।

এদিন সৌগতবাবু বলেন, ‘আমরা যেন মনে না করি একটু ক্ষমতা পেয়েছি বলে আমাদের কেউ কিছু বলার নেই। মানুষ ঠিক সময় যা বলার বলে দেয়। আমরা যেন এমন কোনও আচরণ না করি যাতে মানুষ দুঃখ পায়।’

এর পরই তিনি বলেন, ‘দলের তরফে জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তাই সব জায়গায় তৃণমূল কর্মীরা মিছিল করেছেন। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু দল সমর্থন করেনি। তাঁকে বহিষ্কার করা হয়েছে।’

জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর থেকেই উভয় সংকটে পড়েছে তৃণমূল। দলের তরফে জ্যোতিপ্রিয়র পাশে থাকার নির্দেশ দেওয়া হলেও অনেক নেতাই ব্যক্তিগতভাবে তাঁর পাশে থাকতে নারাজ। এর আগে মমতার অন্যতম আস্থাভাজন ‘জ্যোতিপ্রিয় অপরাধ করলে দল পাশে নেই’ বলেও অবস্থান বদলাতে বাধ্য হয়েছে। সেসব দেখেই কি ভারসাম্যের পথে হাঁটলেন প্রবীণ সাংসদ সৌগতবাবু?