হরতাল-অবরোধ দিয়ে রেহাই পাবে না বিএনপি: শিরীন আখতার 

ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, জ্বালাও-পোড়াও করে হরতাল-অবরোধ দিয়ে বিএনপি রেহাই পাবে না। এসব সহিংসতা চালিয়ে তারা উন্নয়ন রুখতে পারবে না। বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নামে অগ্নিসন্ত্রাস ও নির্বাচন বানচালের দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার (০৭নভেম্বর) বিকালে ছাগলনাইয়ায় জাসদের সমাবেশে এসব কথা বলেন তিনি। 

শিরীন আখতার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের সরকার দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে। উন্নয়ন সহ্য করতে না পেরে স্বাধীনতাবিরোধী শক্তি দেশি-বিদেশিদের নিয়ে নানা চক্রান্ত করছে। তিনি আরও বলেন, উন্নয়নের স্বার্থে এ সরকার বারবার দরকার। 

উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ফেনী জেলা জাসদের সভাপতি নুরুল আমিন ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। 

সমাবেশের আগে শহরের আদালত মাঠে জড়ো হয়ে মিছিল শুরু করেন দলের নেতাকর্মীরা। মিছিলটি ছাগলনাইয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে সমাবেশে মিলিত হয়।