Magrahat: দলীয় তহবিল তছরূপে অভিযুক্ত জেলা সভাপতি, দিলীপের সভায় তুমুল বিক্ষোভ BJP কর্মীদের

বিজেপির বিজয়া সম্মিলনীতে দলেরই জেলা সভাপতির বিরুদ্ধে দলীয় তহবিল তছরূপের অভিযোগে বিক্ষোভ দেখালেন দলীয় কর্মীরা। মঙ্গলবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের ঘটনা। সভাস্থলে দিলীপ ঘোষ পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এব্যাপারে যদিও কোনও মন্তব্য করেনি দলীয় নেতৃত্ব।

মঙ্গলবার বিকেলে মগরাহাটের একটি অনুষ্ঠান গৃহে বিজেপির বিজয়া সম্মিলনীর আয়োজন হয়েছিল। সেখানে দলের জয়গনর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর হাজির হতেই ‘চোর চোর’ স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকে দলের একাংশ। বিজেপি কর্মীদের অভিযোগ, দলীয় তহবিল তছরূপে যুক্ত উৎপলবাবু। দুর্গাপুজো উপলক্ষে দলের সমস্ত সাংগঠনিক জেলাকে ১ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল। তার মধ্যে ৭০ হাজার টাকা ঝেড়ে দিয়েছেন তিনি। এমনকী জেলা সভাপতিকে সভাস্থলে ঢুকতে বাধা দেয় কয়েকজন।

এক বিজেপি কর্মী বলেন, দলের টাকা মেরে দিয়েছে উৎপল নস্কর। একে সরাতে হবে। আমরা তৃণমূলের চোরেদের চোখ রাঙানির ভয় পাই না, এতো কোন ছার। ওদিকে বিজেপি কর্মীদের শান্ত হওয়ার জন্য বারবার ঘোষণা করতে থাকেন বিজেপি নেতারা।

কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন দিলীপবাবু। তিনি পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এই ঘটনায় বিজেপির অন্তর্দ্বন্দ ফের প্রকাশ্যে চলে এসেছে বলে মনে করা হচ্ছে।