National Games 2023: Mehuli Ghosh Clinches 10m Air Rifle Gold Get To Know

পানাজি: ন্যাশনাল গেমস (National Games 2023) চলছে গোয়ায়। এর সেখানেই ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতলেন বাংলার মেহুলি ঘোষ। ৩৭ তম ন্যাশনাল গেমস চলছে এই মুহূর্তে। সেখানেই ম্যানড্রাম শ্যুটিং রেঞ্জে এই সোনা জিতলেন মেহুলি (Mehuli Ghosh)। সাফল্য পাওয়ার পর এক বিবৃতিতে মেহুলি বলেন, ”গোয়ার আসার আগে আমি পরিকল্পনা করে এসেছিলাম যে এখানে এসে সোনা জিতব আমি। সেই মতই নিজের লক্ষ্যপূরণ করতে পেরে খুবই খুশি হয়েছি আমি।”

কোয়ালিফিকেশন চার্টে মোট ৬৩৩.১ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছেন মেহুলি। ফাইনালে ২৫৩.৭ শট মেরে সোনা মুঠোয় করে নিয়েছেন। যেখানে হরিয়ানার ন্য়ান্সি ২৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ও রুপো জিতেছেন। ওড়িশার সাদাঙ্গি ২২৯.৪ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতে নিয়েছেন। 

উল্লেখ্য, ১৩ জন শ্যুটারের মধ্যে মেহুলিও রয়েছেন যিনি ২০২৪ প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন। মেহুলি আরও বলেন, ”ফাইনালে ভাল শট মারা ও পয়েন্ট দখলে করাটাই লক্ষ্য ছিল। আমি হাংঝৌতে পয়েন্ট মিস করেছিলাম। আর একই সঙ্গে ব্যক্তিগত ইভেন্টে পদক জিততে পারিনি।”

দোহা বিশ্বকাপে মেহুলি খেলতে নামবেন। আগামী ১৮ নভেম্বর থেকে যা শুরু। ডিসেম্বর ন্যাশনালের ট্রায়ালেও দেখা যাবে তাঁকে। মেহুলি আরও বলেন, ”আমি নিজের ফিটনেস আরও উন্নতি করতে চাই। শরীর নিয়ে সচেতন হতে চাই আরও। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ভাল ফল করা আমার লক্ষ্য।”

এর আগে, শ্যুটিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুরন্ত সাফল্য পেয়েছিল ভারত। বাকুতে শ্যুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতলেন বাংলার মেহুলি ঘোষ। এই সাফল্যের সুবাদেই আসন্ন প্যারিস অলিম্পিক্সেরও ছাড়পত্র পেয়ে গেলেন বঙ্গতনয়া।

ব্যক্তিগত বিভাগে তো বটেই, দলগত বিভাগেও ১০ মিটার এয়ার রাইফেলে প্রতিযোগিতায় জয় পান মেহুলি। তিল্লোতমা সেন এবং রমিতার সঙ্গে জুটি বেঁধে ভারতকে সাফল্য এনে দেন মেহুলি। দলগত বিভাগে তাঁদের মোট স্কোর ১৮৯৫.৯। এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই ১৮৯৩.৭ স্কোর করা চিনের দলকে পিছনে ফেলে দেয় ভারত। দলগত বিভাগে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জেতে জার্মানি। তবে এই ইভেন্ট জিতলেও, দুর্ভাগ্যবশত একমাত্র ব্যক্তিগত বিভাগে সাফল্যের মাধ্যমেই অলিম্পিক্সের যোগ্যতাঅর্জন করা যায়, তাই মেহুলি প্যারিসের ছাড়পত্র পেলেও এই জয়ের সুবাদে তিলোত্তমা বা রমিতা অলিম্পিক্সের ছাড়পত্র পাননি।