Attack on Panchayat minister’s house: পুকুরে মাছ ধরা নিয়ে ঝামেলা, পঞ্চায়েত মন্ত্রীর বাড়িতে হামলা

মাছ ধরাকে কেন্দ্র করে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল। আদিবাসী সম্প্রদায়ের মানুষজন মঙ্গলবার বিকেলে মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়িতে ধাতব অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের  রায়নার কামারহাটি গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও, ওই বাড়িতে মন্ত্রী থাকেন না। স্থানীয়দের অভিযোগ, মন্ত্রীর বাড়ির কেয়ারটেকার গ্রামের এক যুবককে আটকে রেখে বেধড়ক মারধর করে। তাই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুন: নয়াদিল্লি যেতে চলেছেন রাজ্যের নয়া পঞ্চায়েতমন্ত্রী, কী উদ্দেশ্যে ঝটিকা সফর?‌

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাড়িতে মন্ত্রীর আত্মীয়রা থাকেন। গ্রামবাসীদের অভিযোগ, মন্ত্রীর বাড়ির পাশে একটি পুকুর রয়েছে। সেই পুকুরে ধারে পাশে কেউ গেলেই তাকে গালিগালাজ এবং হেনস্তা করা হয়। এমনকী গবাদি পশু থাকলেও তা ধরে আটকে রাখা হয়। আর সেই পুকুরে কেউ মাছ ধরলে তো মোটেই তা ভালো চোখে দেখা হত না। এছাড়া, মন্ত্রীর অনুগামীদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন গ্রামের আদিবাসীরা। তাদের অভিযোগ, প্রদীপ মজুমদার মন্ত্রী হওয়ার পরেই তাঁর অনুগামীদের তাণ্ডব বেড়ে গিয়েছে। এনিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ আগে থেকেই ছিল। জানা গিয়েছে, এদিন মন্ত্রীর বাড়ির পাশে ওই পুকুরে মাছ ধরছিলেন আদিবাসী এক যুবক। তা দেখতে পেয়ে মন্ত্রীর বাড়ির কেয়ারটেকার ওই যুবককে বাড়িতে আটকে রাখে এবং তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ওই যুবকের নাম মহেন্দ্র হেমব্রম। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামের আদিবাসীরা। ঘটনাটি ঘটেছিল সোমবার। ওই রাতে বিক্ষোভ দেখান আদিবাসীরা। মঙ্গলবার মন্ত্রীর বাড়িতে এ নিয়ে মীমাংসা হচ্ছিল।

জানা গিয়েছে, এদিন ওই বাড়িতে আদিবাসী সম্প্রদায়ের প্রচুর মানুষ হাতে ধাতব অস্ত্র নিয়ে হামলা চালায়। এদিকে, খবর পৌঁছয় পুলিশের কাছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয়। অভিযোগ উঠেছে, পুলিশের সামনেই মন্ত্রীর বাড়িতে হামলা চালায় আদিবাসীরা। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এবিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কোনও মন্তব্য পাওয়া যায়নি। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে হুগলির আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে।