Diwali 2023: দীপাবলি উদযাপনে ভারতকেও হার মানায় এইসব দেশ! জাতীয় ছুটিও ঘোষণা করা হয় এই দিনে

এসে গেল আলোর রোশনাইয়ের দিন। আলোর উৎসবে ভরে যাবে চারিদিকে। দীপাবলির আলোতে ঝলমল করবে সবকিছু। তবে এই উৎসব শুধুমাত্র ভারতেই পালন করা হয়, এমনটা নয়। ভরাত ছাড়াও অন্যান্য দেশে পালিত হয় দীপাবলি। আলো, উৎসব, অনুষ্ঠানে মেতে ওঠেন বহু দেশের মানুষ।

ভারত ছাড়াও এমন বহু দেশ রয়েছে যেখানে দীপাবলির দিনে ছুটি থাকে। দেশের গণ্ডি পেরিয়ে সুদূর বিদেশেও পালিত হয় এই উৎসব। ভারতের মতোই জাঁকজমক করে এইসব দেশে দীপাবলি পালিত হয়। আসুন জেনে নেওয়া যাক ভারত ছাড়া কোন কোন দেশে এই উৎসব পাসন করা হয়-

আরও পড়ুন: দীপাবলিতে অজান্তেই পরিবেশের ক্ষতি করবেন না! মেনে চলুন এই নিয়মগুলি

ইন্দোনেশিয়া- জানলে অবাক হবেন ভারতের মতোই এদিন ন্যাশনাল হলিডে থাকে ইন্দোনেশিয়ায়। ধুমধাম করে পালন করা হয় দিওয়ালি। এই দিনটিকে মিলনের দিন হিসাবেই উদযাপন করেন এদেশের মানুষেরা। এদিন সবার সঙ্গে সবার দেখা হয়, খাওয়া দাওয়া হয়। এমনকী উপহার দেওয়া নেওয়া হয়।

মরিশাস- দীপাবলি নিয়ে কম উৎসাহ নেই মরিশাসের বাসিন্দাদেরও। দীপাবলি উদযাপনে ভারতকেও হার মানায় এখানকার উৎসব। যেহেতু এদেশে বেশিরভাগই হিন্দু। তাই দীপাবলির দিনে আলোর রোশনাইয়ে ভরে যায় গোটা দেশ।

ফুজি- ফুজিতেও প্রচুর পরিমাণে ভারতীয় রয়েছে। এই দিন আনন্দে মেতে ওঠেন ফুজির অধিবাসীরা । ফুজিতেও একে ন্যাশনাল হলিডে হিসাবে মান্যতা দেওয়া হয়। এদিন ধুমধাম করে পালন করা হয় দিওয়ালি। এখানেও এই বিশেষ দিনে একে অপরকে উপহার দেওয়ার রীতি রয়েছে।

মালয়েশিয়া- এখানকার দিপাবলীকে ‘হরি দিওয়ালি’ বলা হয়। তবে যতোই দীপাবলি পালন করা হোক না কেন এ দেশে বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। প্রদীপ ও হরেক রকম আলো দিয়েই ঘর সাজানোর প্রচলন রয়েছে এই দেশে। এই দেশেও দীপাবলির দিনে ছুটি থাকে।

আরও পড়ুন: আপনি কি ভীষণ রোগা? জেনে রাখুন ওজন বাড়ানোর সেরা কৌশল

শ্রীলঙ্কা- প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করেন শ্রীলঙ্কার অধিবাসীরাও। এদেশেও মহানন্দে পালন করা হয় দিওয়ালি। মন্দ আত্মাদের তাড়াতে ছোট প্রদীপ জ্বালানোর রেওয়াজ রয়েছে এই দেশে।

নেপাল- নেপালের দিওয়ালিকে ‘তিহার’ বলা হয়। এই দেশে টানা পাঁচদিন ধরে দীপাবলি পালন করা হয়। শুধু মানুষই নয়, পশুদেরও পুজো করা হয় এই দেশে। দ্বিতীয় দিনে সারমেয়র পুজো করেন নেপালবাসীরা।

সিঙ্গাপুর- সিঙ্গাপুরের ‘লিটল ইন্ডিয়া’য় প্রতিবছর পালন করা হয় দীপাবলি। তবে বাজি পোড়ানো একেবারেই নিষিদ্ধ এই দেশে । তবে এই দিন দীপাবলি উদযাপনে ভারতকেও হার মানায় সিঙ্গাপুর।