Mohammed Shami | Cricket World Cup 2023: ‘জাস্ট লাইক আ ওয়াও’! পাক ক্রিকেটারকে গিলে খেলেন শামি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টানা আট ম্য়াচ জিতে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে টিম ইন্ডিয়া। ভারতের পারফরম্য়ান্স দেখে, ফের একবার বিঁধলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা (Hasan Raza)। আলপটকা ও অবাস্তব কথা বলাটা তিনি অভ্য়াসে পরিণত করে ফেলেছেন। ভারত-শ্রীলঙ্কা ম্য়াচের পর হাসান বলেছিলেন যে, আইসিসি ভারতকে আলাদা বল দিচ্ছে। তাঁর মতে ভারতীয় বোলাররা নাহলে এত জোরে বল করতে পারত না বা বলে সুইং পেত না। বল নিয়ে তদন্ত করা উচিত। বলে আলাদা কোনও কোটিং রয়েছে। হাসানের বক্তব্য শুনে খোদ কিংবদন্তি পাক পেসার ওয়াসিম আক্রম তাঁকে ধুয়ে দিয়েছিলেন। ওয়াসিম বলেছিলেন হাসান শুধু নিজেকেই না, তাঁদেরকেও বেইজ্জত করছেন একসঙ্গে। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচেক পর আবার হাসান বলছেন যে, বিশ্বকাপে ডিআরএসে প্রভাব খাটাচ্ছে ভারত! এসব শুনে আর চুপ করে থাকলেন না মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলের তারকা পেসার হাসানকে গিলে খেয়ে নিলেন।

আরও পড়ুন: ICC ODI Rankings: ভারতই ‘একমেবাদ্বিতীয়ম’! মগডালে বসলেন শুভমন-সিরাজও, সবুজ ঘাসে নীল ঝড়

শামি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘লজ্জা পাও বন্ধু। খেলায় ফোকাস করো। বাজে বকা বন্ধ করে, অন্যদের সাফল্য উপভোগ করতে শেখো। ছিঃ, এটা আইসিসি বিশ্বকাপ, তোমাদের লোকাল টুর্নামেন্ট নয়। আপনি তো প্লেয়ারই ছিলেন, ওয়াসিম ভাই বুঝিয়েছে, ব্য়াখ্যা দিয়েছে, তারপরেও! হাহাহাহাহাহাহাহাহাহা। আপনাদের প্লেয়ার ওয়াসিম আক্রমের উপরই বিশ্বাস নেই! নিজেরই প্রশংসা করে যাচ্ছেন, জাস্ট লাইক আ ওয়াও’! হাসানকে নিয়ে বাইশ গজের খুব একটা বলার কিছু নেই। ক্রিকেটার হিসেবে তাঁকে সম্ভবত পাকিস্তানও মনে রাখেনি। হাসান আন্তর্জাতিক ক্রিকেটে সুপার ফ্লপ। দেশের জার্সিতে মাত্র সাতটি টেস্ট খেলেছেন। করেছেন মোটে ২৩৫টি রান। তিন অঙ্কের রান কী তা জানতেন না। সর্বোচ্চ মাত্র ৬৮ রান। জোড়া হাফ-সেঞ্চুরি করেছেন। হাসান পাকিস্তানের হয়ে ১৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। পঞ্চাশ ওভারের ফরম্যাটে তাঁর পারফরম্যান্স নিয়ে, যত কম বলা যায় তত ভালো। মোট রান ২৪২। এই ফরম্যাটেও তিন অঙ্কের মুখ দেখেননি তিনি। একবারই মাত্র ৫০ রানের গণ্ডি পার করেছেন।

আরও পড়ুন: Gautam Gambhir | World Cup 2023: এই দুই ভারতীয় প্রশংসাই পাচ্ছেন না! গম্ভীর জানিয়ে দিলেন তাঁদের নাম

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)