‘Only You Could…’: Virat Kohli’s Million-Dollar Reaction To Glenn Maxwell’s Heroics Get To Know

মুম্বই: ওয়াংখেড়ের (Wankhede) গতকালের রাত বোধহয় কোনও ক্রিকেটপ্রেমীর কাছেই ভোলার নয়। যাঁরা স্টেডিয়ামে গিয়েছিলেন, তাঁরা তো অবশ্যই সঙ্গে যাঁরা টিভিতে চোখ রেখেছিলেন তাঁরাও বোধহয় ম্যাক্সওয়েল (Glenn Maxwell) জাদুতে এখনও আচ্ছন্ন। তালিকায় অন্যান্য বর্তমান, প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে রয়েছেন স্বয়ং বিরাট কোহলিও। কিছুদিন আগেই ইডেনে নিজের ওয়ান ডে কেরিয়ারের ৪৯ তম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। নিজে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছে। তবে গতকাল ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংস দেখে চোখ ছানাবড়া কিং কোহলিরও। নিজের সোশ্য়াল মিডিয়ায় ম্য়াড ম্য়াক্সের একটি ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, ”শুধু তুমিই পারো এমন ভাবে খেলতে। পাগল করে দেওয়া ইনিংস।”

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের হয়ে খেলেন ম্য়াক্সওয়েল। বেশ কয়েক বছর ধরে এক সঙ্গে খেলছেন বিরাটের সঙ্গে। দুজনের বন্ধুত্বের খবর কারও অজানা নয়। মাঠে হোক বা মাঠের বাইরে বিরাট -ম্যাক্সওয়েলের সম্পর্ক বরাবরই মধুর। এবার নিজের আরসিবি সতীর্থকে তাঁর ঐতিহাসিক ইনিংসের জন্য সার্টিফিকেট দিলেন কিং কোহলি। 

তিনি নাকি ধরে খেলতে পারেন না। তিনি নাকি সিঙ্গলসে খেলতে পারেন না। তিনি ক্রিজে এসে শুরু থেকেই চালিয়ে খেলার চেষ্টা করেন আর নিজের উইকেট ছুড়ে দিয়ে আসেন। ম্যাক্সওয়েলের ফুটওয়ার্ক নেই, তিনি কোনও ব্যাকারণগত ক্রিকেটীয় শট খেলেন না, বারবার শোনা গিয়েছে এমনটা। আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ২০১ রানের ইনিংসের পর অবশ্য় ছবিটা অনেকটাই বদলেছে। অজি অলরাউন্ডারের ক্রিজে অসহ্য শারীরিক যন্ত্রণা নিয়ে টিকে থেকে দলকে সেমিফাইনালে তোলা, এক পায়ে যেভাবে দাঁড়িয়ে একটা গোটা দলের বিশ্বকাপের স্বপ্ন শেষ করে দিলেন, তাতে এখনও আচ্ছন্ন গোটা ক্রিকেট বিশ্ব। স্বয়ং কিংবদন্তি সচিন তেন্ডুলকরও গতকালই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন যে তাঁর দেখা সেরা ওয়ান ডে ইনিংস এটি। এবার গ্লেনের ফুটওয়ার্ক নিয়ে ওঠা প্রশ্নও তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মাস্টার ব্লাস্টার।

কিছুক্ষণ আগেই ইনস্টাগ্রামে এক পোস্টে সচিন লিখেছেন, ”জীবন ও ক্রিকেট অনেকটা সমান্তরাল। কখনও তা আপনাকে পেছনে টেনে আনে তো কখনও এগিয়ে দিতে সাহায্য করে। গতকাল খেলা চলাকালিন ম্যাক্সওয়েলের পায়ে ক্র্যাম্প এসেছিল। ক্রিজে থাকতে হয়েছিল এরপরও তাঁকে। চোখ বলের ওপর রাখতে হচ্ছিল। হাত ও চোখের সমন্বয় আরও দুর্দান্তভাবে হয়েছিল তাঁর। অসাধার ব্যাট চালিয়েছিল ও। বিভিন্ন ফর্ম্যাটের খেলায় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম ফুটওয়ার্কের প্রয়োজন হয়। আবার কখনও ফুটওয়ার্ক না থাকাটাও দারুণ একটা বিষয় হয়ে যায়।”