ABP Exclusive: Craze Over Rishabh Pant In Delhi Capitals Preparatory Camp At JU Campus In Salt Lake, This Is What Sourav Ganguly Said About Him

সন্দীপ সরকার, কলকাতা: এগারো মাস আগের এক দুর্ঘটনায় তাঁর কেরিয়ারই প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) যাঁকে ভারতের অন্যতম সেরা গেমচেঞ্জার মনে করা হচ্ছিল, তিনি আর কোনওদিন মাঠে নামতে পারবেন কি না, তা নিয়েই গুরুতর সংশয় তৈরি হয়ে গিয়েছিল।

আশা ও আস্থার ডালি নিয়ে কলকাতায় পৌঁছেছেন সেই ঋষভ পন্থ (Rishabh Pant)। বৃহস্পতিবার মাঠেও নেমে পড়লেন জাতীয় দলের বাঁহাতি তারকা উইকেটকিপার-ব্যাটার। সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে তাঁকে ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে উঠল বাংলার ক্রিকেটপ্রেমীদের। সেলফি তোলার আবদার থেকে শুরু করে অটোগ্রাফের খাতার ভিড়, সবই হাসিমুখে সামলালেন পন্থ। সেই সঙ্গে দিলেন দ্রুত প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার বার্তা।

বুধবার থেকে সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) প্রস্তুতি শিবির। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ। আর রিকি পন্টিং দলের কোচ। গত আইপিএলে ভরাডুবির পর এবার আগাম প্রস্ততিতে নেমে পড়েছে দল। আর সেই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হয়েছে কলকাতার মাটি থেকেই। বুধবার থেকে চারদিনের একটি প্রস্তুতি শিবিরের আয়োজন করেছে দিল্লি ক্যাপিটালস। সেই শিবিরের দ্বিতীয় দিন যোগ দিলেন পন্থ। যে খবর প্রথম প্রকাশিত হয়েছিল এবিপি লাইভেই। বৃহস্পতিবার মাঠে নেমে সেই খবরেই সিলমোহর দিলেন পন্থ।

সাদা রাউন্ড নেক টি শার্ট। মাথায় কালো পানামা হ্যাট। কালো শর্টস আর সানগ্লাস। পায়ে স্নিকার্স। খোশমেজাজে ছিলেন পন্থ। তবে এদিন তিনি নেটে অনুশীলন করেননি। দিল্লি ক্যাপিটালসের প্র্যাক্টিস ছিল সকাল সাড়ে দশটা থেকে। সেই মতো নেটে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন মণীশ পাণ্ডে, মুকেশ কুমার, অভিষেক পোড়েলরা। বাংলার বেশ কয়েকজন ক্রিকেটারকেও ডাকা হয়েছে ট্রায়ালে। যাঁদের মধ্যে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, ঋত্বিক রায়চৌধুরীরা। দুহাতে বোলিং করতে দক্ষ কৌশিক মাইতিকে নিয়ে আশাবাদী স্বয়ং সৌরভ। পন্থ মাঠে আসেন বেলা সাড়ে এগারোটা নাগাদ। সৌরভ ও পন্টিংয়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন।

কেমন দেখলেন পন্থকে? সৌরভ বলছিলেন, ‘খুব ভাল লাগল ওকে দেখে। ও সেরে উঠেছে। দ্রুত মাঠে নামবে।’ কী আলোচনা হল? সৌরভ বললেন, ‘ও আমাদের দলের অধিনায়ক। পরের মরশুমের দল নিয়েই আলোচনা হল।’

শুক্রবার, শিবিরের তৃতীয় দিন বাংলা দলের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস। সেখানে কারও খেলা নজর কাড়লে তাঁকে সই করানো নিয়েও ভাবা হবে বলে জানালেন সৌরভ।

আরও পড়ুন: ম্যাক্সওয়েলের তাণ্ডব নতুন করে স্বপ্ন দেখাচ্ছে পাকিস্তানকে, জানালেন বাবরদের স্পিন-অস্ত্র

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial