Apple Co-founder Steve Wozniak: বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার আগে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা

অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক বুধবার সম্ভাব্য স্ট্রোকের কারণে মেক্সিকো সিটির একটি হাসপাতালে ভরতি হলেন। মেক্সিকান রাজধানীর সান্তা ফে অঞ্চলে ওয়ার্ল্ড বিজনেস ফোরাম ইভেন্টে যোগ দেওয়ার কথা ছিল ৭৩ বছর বয়সি এই বিজ্ঞানীর। সূত্র মারফত জানা গিয়েছে, গতকাল স্থানীয় সময় দুপুর ৩টে নাগাদ মেক্সিকো সিটির হাসপাতালে ভরতি করা হয়েছিল স্টিভ ওজনিয়াককে। ওয়ার্ল্ড বিজনেস ফোরামে অংশ নিতে যাওয়ার কিছু আগেই অজ্ঞান হয়ে পড়ে যান ওজনিয়াককে। (আরও পড়ুন: কাঁটাতারে আটকায় না অনুপ্রবেশ, তাই ভারত-বাংলাদেশ সীমান্তে BSF-এর ভরসা এবার মৌমাছি)

উল্লেখ্য, একাধিক পেটেন্ট ধারক ওজনিয়াক অ্যাপলের শুরুর দিনের কম্পিউটার তৈরিতে অনেক বড় ভূমিকা পালন করেছিলেন। স্টিভ জবসের সঙ্গে মিলে অ্যাপলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক কাজ করেছিলেন তিনি। অ্যাপল ১ এবং অ্যাপল ২ কম্পিউটার তিনিই ডিজাইন করেছিলেন। স্টিভ জবসের গ্যারাজে বসে ১৯৭৬ সালে যখন অ্যাপল সংস্থা তৈরি হয়, তখন ওয়াজনিয়াকও ছিলেন সেখানেই।

আরও পড়ুন: মুম্বই-হায়দরাবাদের পথে হেঁটে কলকাতাতেও কি ফিরবে দোতলা বাস? মুখ খুললেন মন্ত্রী

১৯৫০ সালের ১১ অগস্ট ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে জন্মগ্রহণ করেন ওয়াজনিয়াক। স্টার ট্রেক সিনো থেকে অনুপ্রাণিত হয়ে তিনি অ্যাপলের কম্পিউটার ডিজাইন করেছিলেন বলে দাবি করেছিলেন তিনি। ১৯৮১ সালে একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। এরপরে সাময়িক ভাবে অ্যাপল থেকে বিরতি নিয়েছিলেন তিনি। পরে তিনি ফিরে এসেছিলেন। তবে ১৯৮৫ সালে ব্যক্তিগত মনোমালিন্যর জেরে অ্যাপল ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি। পরেও অবশ্য একাধিক প্রযুক্তিগত উদ্ভাবের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। একাধিক পেটেন্ট তাঁর নামে রয়েছে। অ্যাপলের থেকে তিনি স্টাইপেন্ডও পান।