ICC World Cup: New Zealand’s Must-win Game Against Sri Lanka Get To Know

বেঙ্গালুরু: হাড্ডাহাড্ডি জমে গিয়েছে বিশ্বকাপের (World Cup 2023) আসর। সেমিফাইনালের প্রথম তিনটি দল পাকা হয়ে গিয়েছে। প্রথম তিনটি দল ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া (Australia Cricket)। চতুর্থ দলের জন্য তিনটি দলের লড়াই। নিউজিল্যান্ড, আফগানিস্তান ও পাকিস্তান। আজ শ্রীলঙ্কার (Srilanka Cricket Team) বিরুদ্ধে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামছে কিউয়িরা। টুর্নামেন্ট দুর্দান্ত ভাবে শুরু করলেও শেষ কয়েকটি ম্য়াচে হার কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে কিউয়িদের। তবে এখনও পর্যন্ত চতুর্থ দল হিসেবে সেমিতে যাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে কেন উইলিয়ামসনের (Kane Williamson) দলেরই। তবে তার জন্য তাঁদের আজকের ম্য়াচে শুধু জয়ই নয়। বড় ব্যবধানে জিততে হবে। যাতে রান রেটের বিচারে কোনও ভাবেই পরের ম্যাচগুলো পাকিস্তান ও আফগানিস্তান জিতলেও কিউয়িদের টেক্কা দিতে না পারে। 

এই মুহূর্তে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান তিনটি দলেরই ঝুলিতে রয়েছে ৮ পয়েন্ট। শেষ ম্যাচ খেলা বাকি তিন দলেরই। চলতি ওডিআই বিশ্বকাপের নিউজিল্যান্ড এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে। তারা তাদের প্ৰথম ৪টি ম্যাচে জয় পেয়েছিল এবং তারপরের চারটি ম্যাচে পরাজয়ের মুখোমুখি হয়েছিল। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা চতুর্থ স্থানে রয়েছে। তাদের নেট রান রেট হল +০.৩৯৮ যা পাকিস্তান এবং আফগানিস্তানের তুলনায় ভাল।

এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে দুটো দল মুখোমুখি ১০১ ম্যাচ খেলেছে। তার মধ্যে নিউজিল্যান্ডের পাল্লাই ভারী। তারা মোট ৫১ ম্যাচ জিতেছে। অন্যদিকে শ্রীলঙ্কা ৪১ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে। ১ ম্যাচ টাই হয়েছে ও অমীমাংসিত হয়েছে মোট ১৮ ম্যাচ। 

বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে খেলা আজকে। এখানে প্রচুর রান ওঠে এর আগেও দেখা গিয়েছে। সেক্ষেত্রে বোলারদের থেকে ব্যাটাররাই সুবিধে পাবেন। তবে স্পিনারদের জন্য পিচ সহায়ক হয়ে উঠতে পারে। তবে যে অধিনায়কই টস জিতবেন তিনি আগে ফিল্ডিং করার চেষ্টাই করবেন। 

সম্ভাব্য একাদশ ২ দলের

নিউজিল্যান্ড

ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপ্স, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট

শ্রীলঙ্কা

পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয় ডি সিলভা, মাহিস থিকসানা, দুষ্মন্ত চামিরা, কাসুন রাজিথা, দিলশান মাদুশনাকা