ODI World Cup 2023 Live Updates New Zealand playing against Sri Lanka match highlights commentary score Chinnaswamy Stadium

বেঙ্গালুরু: এক মাসের ওপর টানা ক্রিকেট। ৪০ ম্যাচ। তারপর এমন একটা ম্যাচ, যার ওপর দাঁড়িয়ে বিশ্বকাপের (ODI World Cup) সেমিফাইনালের অঙ্ক। বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি নিউজ়িল্যান্ড ও শ্রীলঙ্কা (NZ vs SL)। সেমিফাইনালের অঙ্কে টিকে থাকতে জিততেই হবে কিউয়িদের। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের চার নম্বরে রয়েছেন কেন উইলিয়ামসনরা।

তবে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে পাকিস্তান। শেষ ম্যাচে ইডেনে শনিবার যাদের সামনে ইংল্যান্ড। সেই ম্যাচে পাকিস্তান জিতলে শেষ চারের দরজা খুলে যেতে পারে বাবর আজ়মদের। যে কারণে জয় মহার্ঘ নিউজ়িল্যান্ডের। অন্যদিকে, শ্রীলঙ্কা শিবিরও ২ পয়েন্টের জন্য মরিয়া। আপাতত ৪ পয়েন্ট নিয়ে তালিকায় ৯ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। পয়েন্ট টেবিলের প্রথম সাত দল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করবে। তাই ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে ওপরের দিকে ওঠার চেষ্টা করবেন কুশল মেন্ডিসরা।

আর সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ ভেস্তে যেতে পারে বৃষ্টিতে।

বেঙ্গালুরুর আকাশের মুখ ভার। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বরুণদেবের রুদ্ররোষে কোনও কারণে ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। আর সেক্ষেত্রে নিউজ়িল্যান্ড ৯ পয়েন্টে গ্রুপ পর্ব শেষ করবে। শনিবার ইডেনে পাকিস্তান জিতলেই ১০ পয়েন্ট নিয়ে চলে যাবে সেমিফাইনালে।

নিউজ়িল্যান্ডকে যে সেমিফাইনালের টিকিটের জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে, একটা সময় কেউ ভাবতেই পারেননি। কারণ, প্রথম চার ম্যাচই জিতেছিলেন কিউয়িরা। কিন্তু তারপর টানা ৪ হার। যার মধ্যে অস্ট্রেলিয়ার ৩৮৮ রান তাড়া করে ৩৮৩ তুলেও হারতে হয়েছে। আর পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৪০১ রান তুলেও ফখর জামানের দাপটে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হয়েছে।

নিউজ়িল্যান্ডের সমস্যা হচ্ছে যে, পাকিস্তান তাদের শেষ ম্যাচ খেলবে ২ দিন পরে। বাবররা কী করলে নেট রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনালে যেতে পারবে, সেই অঙ্কটা ম্যাচের আগেই পরিষ্কার হয়ে যাবে পাক শিবিরের কাছে। নিউজ়িল্যান্ড শিবির তাই চাইবে বৃহস্পতিবার বড় ব্যবধানে জিততে। যাতে পাকিস্তানের সামনে কোনও অবান্তর পরিস্থিতি তৈরি হয়।   

আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের মাঝেই কলকাতায় প্র্যাক্টিসে নেমে পড়ছেন পন্থ? অপেক্ষায় গুরু সৌরভ-পন্টিং

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial