ODI World Cup 2023: Pakistan Leg Spinner Usama Mir Told Glenn Maxwell’s Heroics And Australia’s Win Gave Them Extra Confidence

সন্দীপ সরকার, কলকাতা: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। স্বপ্নের ওয়াংখেড়ে। ভারতের বিশ্বকাপ (ODI World Cup) জয়ের ওয়াংখেড়ে। আর সেই স্টেডিয়াম পাকিস্তানের (Pakistan Cricket Team) সেমিফাইনাল স্বপ্নকেও যেন বাঁচিয়ে দিয়ে গেল।

কীভাবে? ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে প্রায় হারা ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে অবিশ্বাস্যভাবে ম্য়াচ জিতিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংস নিয়ে ক্রিকেটবিশ্বে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। আর ম্যাক্সওয়েলের সেই রূপকথা অক্সিজেন জুগিয়েছে পাক শিবিরকে।

আফগানিস্তান যদি মুম্বইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিত, তাহলে ১০ পয়েন্ট হয়ে যেত হাশমাতুল্লাহ হাশিদিদের। পয়েন্টে নিউজ়িল্যান্ড ও পাকিস্তানকে ছাপিয়ে যেত তারা। সেমিফাইনালের দৌড়েও এগিয়ে যেতেন আফগানরা। তবে ম্যাড-ম্যাক্স ঝড়ে সেই সম্ভাবনা উড়ে গিয়েছিল। সেই সঙ্গে সেমিফাইনালের দৌড়ে বাঁচিয়ে রেখেছিল পাকিস্তানকে।

যা নিয়ে উচ্ছ্বসিত পাক শিবিরও। বুধবার ইডেন গার্ডেন্সে প্র্যাক্টিসের পর পাকিস্তানের লেগস্পিনার উসামা মীর বলেন, ‘অস্ট্রেলিয়ার জয় আমাদের সামনে সেমিফাইনালের রাস্তা ফের খুলে দিয়েছে। গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ব্যাটিং নতুন করে আশার সঞ্চার করেছে আমাদের শিবিরে। ভীষণ ইতিবাচক থাকছি আমরা। শেষ ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছি না।’

প্রথম দুই ম্যাচে জয়। পাকিস্তান শিবিরের কাপ অভিযান অবশ্য পথভ্রষ্ট হয় তার পরেই। আমদাবাদে ভারতের কাছে পরাস্ত হয়েছিল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে অষ্টম হার। তারপর থেকেই খেই হারায় পাকিস্তান। আরও তিনটি ম্যাচে হারেন বাবর আজ়মরা। সব মিলিয়ে টানা চার ম্যাচ হারে। যা বিশ্বকাপে পাকিস্তানের সর্বকালীন লজ্জার রেকর্ড। এর আগে কোনওদিন বিশ্বকাপে টানা চার ম্যাচ হারেনি পাকিস্তান।

তবে ফের ঘুরে দাঁড়িয়েছে পাক শিবির। পরপর ২ ম্যাচ জিতে ফের শেষ চারের দরজায় কড়া নাড়ছে। ইডেনে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে হবে বাবর-শাহিন শাহ আফ্রিদিদের। তাহলেই হতে পারে মোক্ষলাভ। উত্তেজনায় ফুটছেন পাক ক্রিকেটারেরাও। উসামা যেমন বলে দিচ্ছেন, ‘আমাদের দলের মনোবল তুঙ্গে। ড্রেসিংরুমের আবহও এখন চমৎকার। জানি আমাদের কী করতে হবে। পরপর ২ জয় দলের মানসিকতাই বদলে দিয়েছে। আমরা ফের বিশ্বাস করতে শুরু করেছি যে, এখান থেকে ট্রফি জয়ও সম্ভব। শনিবার ইডেনে নামতে মুখিয়ে রয়েছি।’

আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের মাঝেই কলকাতায় প্র্যাক্টিসে নেমে পড়ছেন পন্থ? অপেক্ষায় গুরু সৌরভ-পন্টিং

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial