Pakistan: ল্যামিনেশন পেপারও জোগাড় করতে পারছে না পাকিস্তান, পাসপোর্ট ইস্যু হচ্ছে না

পাকিস্তানের তো একেবারে চরম আর্থিক দুরবস্থা। একেবারে টানাটানির সংসার। একদিক সামলাতে গেলে অপর দিকে ঠিকঠাক করা যাচ্ছে না।  এক্সপ্রেস ট্রিবিউনের খবর বলছে, পাকিস্তানে ল্যামিনেশন করার মতো পেপারও মিলছে না। তার জেরে নতুন পাসপোর্টও ইস্যু করা যাচ্ছে না পরিস্থিতি এমনই। 

এদিকে সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, পাকিস্তানের ডাইরেক্টরেট জেনারেল অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টস ফ্রান্স থেকে ল্যামিনেশন পেপার আমদানি করে। সেই পেপারই ব্যবহার করা হয় পাসপোর্টে। কিন্তু সেটা আনা যাচ্ছে না। আর তার জেরে পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। 

এদিকে সংবাদমাধ্য়মের প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে, এই পরিস্থিতির জেরে পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে নানা সমস্যা হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে পাকিস্তান থেকে বিদেশে পড়তে যাওয়ার কথা ছিল এমন ছাত্রেরও যাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। 

অনেকেই পাকিস্তান থেকে বিদেশে পড়তে যেতে চাইছেন। বেড়াতে যেতে চাইছেন। বা কাজে কর্মে বিদেশে যেতে চাইছেন। কিন্তু পাসপোর্টই তো ইস্যু করা যাচ্ছে না বলে খবর। আর কারণ একটাই ল্যামিনেশন পেপার নেই। কার্যত বিদেশ যাওয়ার জন্য হা পিত্যেশ করে বসে রয়েছেন অনেকেই। কিন্তু কাজের কাজ আর হচ্ছে না। এদিকে এই অব্য়বস্থার জেরে বিদেশ যেতে ইচ্ছুক একাধিক পাকিস্তানি অত্যন্ত ক্ষুব্ধ। এমনকী অনেকেই ভাবছেন এই অব্যবস্থার জন্য স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। 

প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, পেশোয়ারের এক পড়ুয়া জানিয়েছেন, আমার ইতালি যাওয়ার কথা ছিল। কিন্তু পাসপোর্ট না পাওয়ায় সব আশা শেষ হয়ে গেল। অক্টোবরেই তার যাওয়ার কথা ছিল ইতালিতে। 

তবে এবারই প্রথম নয়, এর আগে ২০১৩ সালেও একই ধরনের সমস্যা হয়েছিল। সেই সময়তেও ল্যামিনেশন পেপার পাওয়া যাচ্ছিল না। কারণ ছাপাখানার বকেয়া দেওয়া হয়নি। ল্যামিনেশন পেপার যথাযথ নেই। 

প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ডিরেক্টর জেনারেল ফর মিডিয়া অফ দ্য মিনিস্ট্রি অফ ইন্টিরিয়র কাদির ইয়ার তিওয়ানা জানিয়েছেন, সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।