Preneet Kaur: মহুয়ার বিরুদ্ধে ভোট দিলেন সাসপেন্ড হওয়া কংগ্রেস এমপি, কী তাঁর পরিচয়? জানলে চমকে যাবেন

তৃণমূল এমপি মহুয়া মৈত্রের বিরুদ্ধে ভোট দিয়েছেন কংগ্রেস এমপি প্রীনিত কৌর। বলা ভালো সাসপেন্ড হওয়া কংগ্রেস এমপি। তিনি এথিক্স কমিটির মেম্বার। কিন্তু তিনি ভোট দেন মহুয়ার বিপক্ষে। আর সেই কংগ্রেস এমপিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে বিজেপি। বিজেপির দাবি, কংগ্রেসে থেকেও তিনি সত্যের পাশে দাঁড়িয়েছেন।

বিজেপি এমপি অপরাজিতা ষড়ঙ্গি এএনআইকে জানিয়েছেন, প্রীনিত কৌর সত্য়ের পাশে দাঁড়িয়েছেন। এজন্য তাঁকে ধন্য়বাদ জানাচ্ছি। যে মানুষরা যুক্তির পাশে থাকবেন তিনি কোনওদিন মহুয়া মৈত্রর পাশে থাকবেন না।

বিজেপি এমপি নিশিকান্ত দুবেও মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, কৌর দেশের নিরাপত্তা, জাতীয় স্বার্থের সঙ্গে আপোস করেননি।

তিনি হিন্দিতে লিখেছেন, ভারতের পরিচিতি ও জাতীয় সুরক্ষার ক্ষেত্রে পাঞ্জাব সব সময় পাশে থেকেছে। ফের এদিন ক্যাপ্টেন অমরিন্দর সিং ও কংগ্রেস এমপি প্রীনিত কৌর জাতীয় সুরক্ষার সঙ্গে আপোস করলেন না। ভারত চিরদিন সাহসী মানুষদের প্রতি কৃতজ্ঞ থাকবে।

কিন্তু কে এই প্রীনিত কৌর?

তিনি কংগ্রেসের সাংসদ। তিনি অমরিন্দর সিংয়ের স্ত্রী।তিনি পাতিয়ালা আসন থেকে জিতেছিলেন। এদিকে দল বিরোধী কাজের জন্য় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তাকে সাসপেন্ড করা হয়েছিল। দল তাকে বলেছিল কেন আপনাকে সাসপেন্ড করা হবে না। পাকিস্তানের প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর রাজার নালিশের জেরে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। কারণ অভিযগ করা হয়েছিল তিনি দল বিরোধী কাজ করছেন।

এদিকে স্বামী অমরিন্দর সিংকে দল থেকে বহিষ্কার করার পর থেকেই প্রীনিতের সঙ্গেও দলের দূরত্ব বাড়তে থাকে। তিনি রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতেও যাননি। এদিকে গত পাঞ্জাব বিধানসভা ভোটের আগে অমরিন্দর সিং নতুন দল খুলেছিলেন। কিন্তু পরে তিনি দলটাকে বিজেপির সঙ্গে মিলিয়ে দেন। আর সেই অমরিন্দর সিংয়ের স্ত্রী এবার ভোট দিলেন মহুয়ার বিরুদ্ধে। প্রসঙ্গত নিশিকান্ত দুবে মহুয়ার বিরুদ্ধে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ করেছিলেন। এরপরই তদন্তে নামে এথিক্স কমিটি। মহুয়াকে সাসপেন্ড করারও সুপারিশ করেছে কমিটি।