Sujan supports Mahua: তৃণমূলের মহুয়ার পাশে এবার বামেদের সুজন, আদানি ইস্যুতে তোপ দাগলেন ঘাসফুল শিবিরকে

মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস এখনও ‘নীরব দর্শক’-এর ভূমিকা পালন করছে। তবে কংগ্রেস মহুয়ার পাশে দাঁড়িয়েছে। এমনকী কৃষ্ণনগরের সাংসদের হয়ে সুর চড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। আর এবার মহুয়ার হয়ে সরব হলেন প্রাক্তন বাম বিধায়ক সুজন চক্রবর্তী। তাঁর কথায়, ‘এক দিকে বলছে, মহুয়ার সাংসদ পদ খারিজ করা হবে। আবার অন্য দিকে বলছে, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানো হবে। দু’টো একসঙ্গে হয় কী করে? পুরো বিষয়টিই অনৈতিক।’ এদিকে সুজন বলেন, ‘বিজেপি সাংসদ রমেশ ভিদুরি যখন সংসদে অভব্য আচরণ করেছিলেন, তখন এই কমিটি কোনও পদক্ষেপ করেনি। তৃণমূল নেতাদের যখন ক্যামেরার সামনে ঘুষ নিতে দেখা গিয়েছিল, তখনও কোনও পদক্ষেপ করেনি। আর এখন সেই কমিটিই মহুয়া মৈত্রের বিরুদ্ধে পদক্ষেপ করছে। নিঃসন্দেহে এটা অনৈতিক।’ (আরও পড়ুন: ‘মোদী-আদানি ভাই ভাই, বাকি সংস্থা বাই বাই’, এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে তোপ মহুয়ার)

এদিকে তৃণমূলকে তোপ দেগে সুজন বলেন, ‘সাংসদের তো কাজই প্রশ্ন করা। সেই প্রশ্নের উদ্দেশে গলদ রয়েছে কি না তা দেখা যেতে পারে। কিন্তু যে হেতু নরেন্দ্র মোদী এবং আদানির বিরুদ্ধে প্রশ্ন করা হয়েছে, তাই কমিটিকে যে ভাবেই হোক কোনও একটা পদক্ষেপ করতে হবে। আর সেই কারণে তৃণমূলের নেতারাও মহুয়ার পাশে নেই। তাঁরা আদানিকে অখুশি করতে চায় না। তৃণমূলের নেতারা চুপ করে থাকতে পারেন কিন্তু সত্যের মুখোমুখি আমাদের দাঁড়াতে হবেই। সংসদ এবং সাংসদের মুখ বন্ধ করে দেওয়াটা কখনও মেনে নেওয়া যায় না।’

আরও পড়ুন: ‘আমিই ডায়েরি লিখতাম…’, ফের বিস্ফোরক জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক

উল্লেখ্য, জানা গিয়েছে, তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করেতে চলেছে সংসদীয় এথিক্স কমিটি। গতকাল কমিটির ৫০০ পাতার রিপোর্টের কপি সংবাদমাধ্যমের হাতে আসে। তাতেই মহুয়ার বিরুদ্ধে সুপারিশ করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই রিপোর্ট আজ গৃহীত হতে পারে কমিটিতে। জানা গিয়েছে, রিপোর্টে মহুয়ার ‘কীর্তি’কে ‘অত্যন্ত আপত্তিকর, অনৈতিক, জঘন্য’ বলে আখ্যা দেওয়া হয়েছে। সংসদের শীতকালীন অধিবেশনে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে জমা দেওয়া হবে এই রিপোর্ট। এদিকে গতকালই বিজেপির নিশিকান্ত দুবে দাবি করেন, ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করা মামলায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত হতে চলেছে। লোকপালের নির্দেশে এই তদন্ত হবে বলে তিনি দাবি করেন এক সোশ্যাল মিডিয়া পোস্টে। এই আবহে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে আদানি এবং মোদীকে ফের আক্রমণ শানান মহুয়া।