Tickets Available For ICC Cricket World Cup 2023 Final Semi-finals 8 PM Today BCCI Know Details

মুম্বই: একেবারে ‘বিজনেস এন্ডে’ চলে এসেছে এবারের ক্রিকেট বিশ্বকাপ (ODI World Cup 2023)। মেগা টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষ হতে আর মাত্র সাতটি ম্য়াচ বাকি রয়েছে। ইতিমধ্যেই বিশ্বকাপের সেমিফাইনালের তিন দল সুনিশ্চিত হয়ে গিয়েছে। অবশিষ্ট একটি স্থান দখলের জন্য তিন দলের লড়াই চলছে। এরই মাঝে বিশ্বকাপের নক আউট ম্যাচগুলির জন্য টিকিট বিক্রির দিনক্ষণ ঘোষণা করল বিসিসিআই (BCCI)।

১৫ নভেম্বর এবং ১৬ নভেম্বর যথাক্রমে ওয়াংখেড়ে (Wankhede Stadium) এবং ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দুই সেমিফাইনাল আয়োজিত হবে। বিশ্বকাপের প্রথম ম্যাচের মতো টুর্নামেন্টের শেষ ম্যাচ অর্থাৎ ফাইনালও আয়োজিত হবে আমদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। আজই, বিশ্বকাপের তিন নক আউট পর্বের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হবে, ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বিজনেস এন্ডে উপনীত হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে শেষ পর্বের টিকিটগুলি বৃহস্পতিবার ছাড়া হবে।’

 

 

আজ অর্থাৎ বৃহস্পতিবার রাত আটটা থেকে টিকিট বিক্রি শুরু হবে। বিবৃতিতে আরও জানানো হয় যে এটাই এবারে ক্রিকেটপ্রেমীদের বিশ্বকাপের আনন্দ উপভোগ করার শেষ সুযোগ হতে চলেছে। 

বিশ্বকাপের সেমিফাইনালে শেষ দল হিসাবে পৌঁছনোর লড়াই পাকিস্তান, নিউজ়িল্যান্ড এবং আফগানিস্তানের, তিন দলের মধ্যে। শনিবার, ১১ নভেম্বর ইডেন গার্ডেন্সে কার্যত কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান ক্রিকেট দল। সেই চাপের ম্যাচের আগে কিন্তু বেশ ফুরফুরে মেজাজে শহরে ঘুরে বেরাচ্ছেন বাবর আজমরা। মঙ্গলবার, তাঁদের মণি স্কোয়ারে দেখা গিয়েছিল। সিনেমা দেখার পাশাপাশি কেনাকাটাও করেন পাকিস্তান ক্রিকেটাররা।

বৃহস্পতিবার ফের একবার আরেক শপিং মলে দেখা গেল বাবর আজমদের। এদিন সাউথ সিটি মলে গিয়েছিলেন ইমাম-উল হক, বাবর আজমরা। পাক তারকারা নিজেদের এবং নিজেদের পরিবারের জন্য স্যুট, শাড়ি, জামাকাপড় ও জুতো কিনলেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: পন্থকে নিয়ে উচ্ছ্বাস কলকাতার ক্রিকেটপ্রেমীদের, কী বললেন সৌরভ?