Train collides with Buffalo: মহিষকে ধাক্কা, ফের ওড়িশায় লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন, বন্ধ থাকল রেল পরিষেবা

ফের রেল দুর্ঘটনা ঘটল দেশে। গত জুন মাসের বালাসোর রেল দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা আছে অনেকেরই মনে। এরই মাঝে ফের ওড়িশাতেই রেল দুর্ঘটনা ঘটল। ইস্ট কোস্ট রেলের তরফ থেকে জানানো হয়, ওড়িশার সম্বলপুরে এ দুর্ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায়। একটি মহিষকে ধাক্কা মেরেছিল ট্রেনটি। তবে এই দুর্ঘটনায় কোনও যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি। রিপোর্ট অনুযায়ী, মহিষের ধাক্কা লেগে ঝাড়সুগুদা-সম্বলপুর প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনের একটি কোচের চারটি চাকা সন্ধ্যা ৬টা ২৫ মিনিট নাগাদ সরলা-সম্বলপুর সেকশনে লাইনচ্যুত হয়। এদিকে দুর্ঘটনায় মারা যায় ধাক্কা খাওয়া মহিষটি। পরে রেলকর্মীরা সেই মহিষের দেহ রেললাইন থেকে সরিয়ে নিয়ে যায়। (আরও পড়ুন: পুলিশকে ‘দাস’ আখ্যা, শুভেন্দুর দাদার মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে রাজ্য)

আরও পড়ুন: মুম্বই-হায়দরাবাদের পথে হেঁটে কলকাতাতেও কি ফিরবে দোতলা বাস? মুখ খুললেন মন্ত্রী

সম্বলপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এবং তাঁর দল খবর পেয়েই ঘটনাস্থলে যান। লাইন পরিষ্কার করার জন্য অপারেশনের তদারকি করেন রেল আধিকারিকরা। পরে রাত ৮টা ৩৫ মিনিট নাগাদই ট্র্যাকটি পরিষ্কার হয়ে যায়। ফের ট্রেন চলাচল শুরু হয় সেই লাইনে। এরপর ঘণ্টায় ৩০ কিলোমিটারেরও কম গতিতে ঝাড়সুগুদা-সম্বলপুর প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি সেই লাইন পার হয়। (আরও পড়ুন: সামান্য টাকাতেই দেখা যেত ‘লাইভ সেক্স’, মুম্বইয়ের ২ নারীর কীর্তিতে চোখ উঠল কপালে)

আরও পড়ুন: বসে পড়বে ৮০টি বিমান, জানুয়ারি থেকে আকাশছোঁয়া ভাড়া হাঁকতে পারে ইন্ডিগো

এর আগে গত জুন মাসে বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনা হয়েছিল। বালাসোরের বাহানগা বাজার স্টেশনের কাছে একটি মালগাড়িতে ধাক্কা মেরেছিল আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। কয়েকটি বগি ডাউন লাইনে ছিটকে পড়েছিল। সেইসময় ওই ডাউন লাইন দিয়ে আসছিল হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন। করমণ্ডলের বগিতে ধাক্কা খেয়ে ওই ট্রেনেরও একাধিক বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল। মারা গিয়েছিলেন প্রায় ৩০০ যাত্রী। এদিকে চলতি অক্টোবরেই বিহারে দুর্ঘটনার কবলে পড়েছিল নর্থইস্ট এক্সপ্রেস। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৫ জনের। এদিকে গত ২৯ অক্টোবরও দেশে আরও একটি রেল দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনাটি ঘটেছিল অন্ধ্রপ্রদেশে। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল অন্তত ১৩ জনের। সেই দুর্ঘটনায় ০৮৫৩২ বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনটির সঙ্গে ধাক্কা খেয়েছিল ০৮৫০৪ বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জারের সঙ্গে।