‘টু প্লাস টু’ সংলাপের আগে জয়শঙ্কর-ব্লিঙ্কেন বৈঠক

‘টু প্লাস টু’ সংলাপ শুরু হওয়ার আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ বৈঠকে যোগ দিতে শুক্রবার (১০ নভেম্বর) সকালে ভারতের দিল্লিতে পৌঁছান ব্লিঙ্কেন। সেখানে পৌঁছেই ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এই খবর জানিয়েছে।

সাক্ষাতের সময় ব্লিঙ্কেন জয়শঙ্করকে বলেন, ‘স্মরণীয় ও উল্লেখযোগ্য অংশীদারিত্বের সম্পর্ক গড়ছি আমরা। শুধু দ্বিপাক্ষিক সম্পর্কই নয়, আমাদের আঞ্চলিক সম্পর্কও মজবুত হচ্ছে। ভারতের নেতৃত্বে জি-২০ সম্মেলনই এর অন্যতম প্রমাণ।’

তিনি আরও বলেন, ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, আমাদের দুই দেশের ভবিষ্যতের লক্ষ্যে আরও অনেক কাজ বাকি। আমরা ভারতের সঙ্গে মিলিতভাবে ভবিষ্যত তৈরি করছি।’

মূলত, ভারত-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে ‘২ প্লাস ২’ মন্ত্রী পর্যায়ের সংলাপ আয়োজন করা হয়। এই সংলাপে দুই দেশের জাতীয় নিরাপত্তা থেকে প্রতিরক্ষা, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিকল্পনা, আঞ্চলিক ইস্যু ও দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক দৃঢ় করাসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। সংলাপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এর আগে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জানায়, এ সংলাপের একটা বড় অংশে ‘ইন্দো-প্যাসিফিক’ অঞ্চলকে কীভাবে আরও ‘মুক্ত, অবাধ, নিরাপদ ও সমৃদ্ধশালী’ করে তোলা যায়, তা নিয়ে আলোচনা হবে।

আর ভারতের পক্ষ থেকে বলা হয়, গত জুন ও সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট জো বাইডেন ভারত-মার্কিন অংশীদারিত্বের যে ‘ভবিষ্যৎমুখী রোডম্যাপ’র রূপরেখা দিয়েছেন—এই বৈঠকে তা আরও এগিয়ে নিয়ে যাবেন দুই দেশের মন্ত্রীরা।